বাংলারজমিন
ফকিরহাটে ট্রাকের ধাক্কায় নছিমন উল্টে নিহত ১
ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি
৬ আগস্ট ২০২২, শনিবারফকিরহাটে ট্রাকের ধাক্কায় নছিমন উল্টে চালকসহ ৫টি গরু মারা গেছে। এ সময় দু’জন ব্যবসায়ী গুরুতর আহত হন। গতকাল সকাল ৬টার দিকে উপজেলার পাগলা শ্যামনগর এলাকায় মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম ফজর আলী শেখ। তিনি চিতলমারী উপজেলার রাশাশিয়া গ্রামের নিজাম উদ্দিনের ছেলে। দুর্ঘটনায় গুরুতর আহত দুই গরু ব্যবসায়ী আব্দুল হক সরদার ও তার ছেলে শাহাদাৎ সরদার। পুলিশ তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে চিকিৎসক জানিয়েছেন। ফকিরহাট মডেল থানার ওসি মু. আলীমুজ্জামান জানান, চিতলমারী থেকে ৬টি গরু নছিমনে নিয়ে বেতাগা পশুরহাটে যাচ্ছিলেন ব্যবসায়ীরা। পাগলা-শ্যামনগর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী একটি ট্রাকের সঙ্গে নছিমনের সংঘর্ষ হয়।