রকমারি
স্ত্রী রাগ করে বাপের বাড়ি, তাকে ফিরিয়ে আনতে হবে, কর্মীর কাতর আর্জি- ছুটি দিন
মানবজমিন ডিজিটাল
(১০ মাস আগে) ৫ আগস্ট ২০২২, শুক্রবার, ৫:২০ অপরাহ্ন

মান-অভিমান সংসারেরই একটা অংশ। এতে স্বামী-স্ত্রীর মাঝে কথাবার্তা সাময়িক বন্ধ থাকতে পারে। রান্না-বান্নায় ছেদ পড়তে পারে । কিম্বা স্ত্রী রাগ করে বাপের বাড়িও চলে যেতে পারে। সেক্ষেত্রে স্বামী দিন কয়েক পর গিয়ে অভিমান ভাঙিয়ে নিয়ে আসে। ব্যাপারগুলো এমনই হয়। কিন্তু, স্বামী যদি তার অফিসে রীতিমতো ছুটির আবেদন জানিয়ে “আমাকে ছুটি দিন, স্ত্রী রাগ করে বাপের বাড়ি চলে গেছে তাকে ফিরিয়ে আনতে হবে” এমনটা লেখেন তাতে তো কৌতূহল তৈরি হবেই।
ভারতের উত্তরপ্রদেশের কানপুরের শামসাদ আহমেদ। সংবাদ প্রতিদিনের এক রিপোর্ট বলা হয়েছে, ওই ব্যক্তি জানিয়েছেন, কিছুদিন আগে স্ত্রীর সঙ্গে ঝগড়া হয়েছিল তার। স্ত্রী রাগ করে সন্তানদের নিয়ে বাপের বাড়ি চলে গেছে।
একা থাকতে গিয়ে মানসিকভাবে ভেঙে পড়েছেন শামসাদ।
ভাইরাল হওয়া ওই চিঠির ছবিতে দেখা যাচ্ছে, শামসাদ লিখেছেন, “আমি খুব কষ্টে আছি। স্ত্রীর গ্রামের বাড়িতে গিয়ে ওকে ফিরিয়ে আনতেই হবে। সেই কারণে আমি তিনদিনের ছুটি চাইছি, দয়া করে আমার আবেদন মঞ্জুর করুন।”
জানা গেছে, কানপুরের প্রেম নগর বিডিও অফিসে কর্মরত শামসাদ। তবে অফিস তাকে হতাশ করেনি। ৪ আগস্ট থেকে ৬ আগস্ট পর্যন্ত ছুটির আবেদন মঞ্জুরও করেছে বিডিও।
আর এই চিঠি নিয়ে সোরগোল পড়ে গেছে নেট পাড়ায়।