খেলা
৩ বছর পর ওয়ানডে দলে বিজয়
স্পোর্টস ডেস্ক
(২ বছর আগে) ৫ আগস্ট ২০২২, শুক্রবার, ২:৩১ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৫:১৬ অপরাহ্ন

২০১৯ সালের ৩১শে জুলাই, সবশেষ বাংলাদেশের হয়ে ওয়ানডে খেলেন এনামুল হক বিজয়। শ্রীলঙ্কার বিপক্ষে সেই ম্যাচের পর একদিনের ক্রিকেটে সুযোগ মেলেনি তার। দীর্ঘ ৩ বছর পর অপেক্ষার অবসান ঘটেছে বিজয়ের। হারারেতে চলমান প্রথম ওয়ানডেতে বাংলাদেশের একাদশে সুযোগ পেয়েছেন অভিজ্ঞ এই ব্যাটার।
ঢাকা প্রিমিয়ার লীগে দারুণ ছন্দে ছিলেন এনামুল হক বিজয়। প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের এই ব্যাটার গড়েন ডিপিএলে সর্বোচ্চ রানের (১১৩৮) রেকর্ড। দুর্দান্ত ছন্দে থাকায় ফের জাতীয় দলে ডাক পড়ে বিজয়ের। ওয়েস্ট ইন্ডিজে পূর্ণাঙ্গ সিরিজে দলের সঙ্গী হন তিনি। তবে টি-টোয়েন্টি ও টেস্ট খেললেও ওডিআইতে একাদশে সুযোগ মেলেনি বিজয়ের। এবার জিম্বাবুয়ের বিপক্ষে ঘুচলো অপেক্ষার অবসান। বিজয় একাদশে সুযোগ পাওয়ায় বাদ পড়েন নাজমুল হোসেন শান্ত।
আজকের আগে ওয়ানডে ক্যারিয়ারে ৩৮ ম্যাচ খেলেছেন বিজয়। ৩০.৫ গড়ে তার ব্যাট থেকে এসেছে ১০৩৫ রান। রয়েছে তিনটি করে সেঞ্চুরি ও হাফসেঞ্চুরি।