বাংলারজমিন
আওয়ামী লীগ স্বনামে একই নেতৃত্বে ফিরতে পারবে না: শিশির মনির
দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি
২৩ ফেব্রুয়ারি ২০২৫, রবিবার
আওয়ামী লীগ স্বনামে কিংবা একই নেতৃত্বে আর ফিরতে পারবে না বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী এডভোকেট মোহাম্মদ শিশির মনির। তিনি বলেছেন, আগামী ডিসেম্বর-জানুয়ারির মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের কোনো সম্ভাবনা নেই। চলমান অপারেশন ডেভিল হান্টে কোনো নিরপরাধ ব্যক্তি যেন হয়রানির শিকার না হয়, আইনশৃঙ্খলা বাহিনীকে এ বিষয়ে দৃষ্টি রাখতে আহ্বান জানান তিনি। শুক্রবার রাত ৮টায় সুনামগঞ্জের দিরাই পৌর শহরের জালাল সিটি সেন্টারে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এ সময় শিশির মনির আগামী সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে ঘোষণা করেন। তিনি বলেন, আমি দিরাই-শাল্লার পুরনো সিস্টেম ভেঙে দিতে চাই। দিরাই-শাল্লায় উন্নয়নের নামে বিগত দিনে অনেক লুটপাট হয়েছে। এখানকার মানুষ উন্নয়ন থেকে বঞ্চিত। আমি নতুন এক দিরাই-শাল্লা উপহার দিতে চাই। তিনি বলেন, আমি এই এলাকার সন্তান। আল্লাহ আমাকে আর্থিক সচ্ছলতা এবং ইজ্জত-সম্মান দান করেছেন। আমার এখানে চাওয়া-পাওয়ার কিছু নেই। এই এলাকার মানুষদের প্রতি আমার দায়িত্ববোধ, ভালোবাসা থেকেই বারবার এখানে ছুটে আসি। এখানে কেউ যাতে বিগত দিনের ন্যায় লুটপাট করতে না পারে, সাধারণ মানুষকে বেকায়দায় না ফেলে, তাদের সরল বিশ্বাসে আঘাত দিয়ে প্রশাসনের সঙ্গে আঁতাত করে সেবার নামে ব্যবসা খুলতে না পারে সেই সিস্টেমটা চালু করতে চাই। তবে এজন্য এখানকার মানুষের সহযোগিতা দরকার। তারা চাইলেই আমি এই দায়িত্ব নিতে প্রস্তুত। মতবিনিময় সভায় দিরাই প্রেস ক্লাবের আহ্বায়ক সোয়েব হাসান, সদস্য জিয়াউর রহমান লিটন, দিরাই রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোশাহিদ আহমদ সরদার, সাধারণ সম্পাদক হিল্লোল পুরকায়স্থসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।