বাংলারজমিন
সিলেট সভায় বক্তারা ‘বড় বড় দুর্নীতির দায়ে অভিযুক্তদের গ্রেপ্তার করুন’
স্টাফ রিপোর্টার, সিলেট থেকে
৫ আগস্ট ২০২২, শুক্রবারদুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম কেন্দ্রীয় কমিটির উদ্যোগে এক মাসিক সভা গতকাল বিকালে বন্দরবাজারস্থ একটি হোটেলে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সিনিয়র আইনজীবী নাসির উদ্দিনের সভাপতিত্বে ও কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মকসুদ হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত বক্তারা বলেন, দেশের ব্যাংকিং খাতে সবচেয়ে বড় অপরাধ সংঘটিত হচ্ছে বলে মহামান্য হাইকোর্টের মন্তব্য। নেতৃবৃন্দ বাপেক্স ‘থ্রিডি-টুডি’ দুর্নীতি সিসমিক প্রকল্পে ৬১০ কোটি টাকা লোপাট এবং গত ২৬শে জুলাই মানবজমিন-এ প্রকাশিত মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার বাসিন্দা, বাদাম বিক্রেতা থেকে আজিজুল হক শত শত কোটি টাকার মালিক হওয়ার সংবাদে গভীর উদ্বোগ, উৎকণ্ঠা ও তীব্র নিন্দা প্রকাশ করে বলেন, গত এক দশক ধরে ব্যাংকিং খাতে বড় বড় আর্থিক কেলেঙ্কারি হলেও খুব কম ক্ষেত্রেই দুর্বৃত্ত এই অপরাধী শাস্তি পেয়েছেন। বিশেষ করে সোনালী ব্যাংকের হলমার্ক কেলেঙ্কারি, বেসিক ব্যাংকের লুটপাটকারী আব্দুল হাই বাচ্চু ও জনতা ব্যাংকের লুটপাটের ঘটনার নায়কদেরকে এখনও গ্রেপ্তার করা হয়নি এবং আজও বিচার হয়নি। বেসরকারি পদ্মা, এনআরবি কমার্শিয়াল, এবি ব্যাংক, ইউনিয়ন ব্যাংক সহ একাধিক বেসরকারি ব্যাংকে অনিয়ম-নৈরাজ্যের ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি। সভায় বক্তব্য রাখেন, কেন্দ্রীয় সহ সভাপতি ইকবাল হোসেন চৌধুরী, চট্টগ্রাম ফার্টিলাইজার কলেজের সাবেক অধ্যক্ষ ড. রমেন্দ্র নাথ ভট্টাচার্য, কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক, সাবেক ইউপি চেয়ারম্যান মাওলানা আবুল হোসেন চতুলী ও মামুন রশীদ এডভোকেট, সাংগঠনিক সম্পাদক ডা. অরুণ কুমার দেব, বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবী নেছারুল হক চৌধুরী বুস্তাম, কেন্দ্রীয় প্রচার সম্পাদক মীর আব্দুল করিম পাখি মিয়া, সমবায় বিষয়ক সম্পাদক এমএ লাহিন, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম সেনাজ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তারেক আহমদ বিলাস, সহ দপ্তর সম্পাদক এম বরকত আলী, কেন্দ্রীয় সদস্য আব্দুল মোতাওয়াল্লী ফলিক, কয়েছ আহমদ সাগর, আমিরুল হোসেন চৌধুরী আমনু, আব্দুস সালাম চৌধুরী সোহেল, রফিকুল ইসলাম শিতাব, সরোজ ভট্টাচার্য্য, ইসমত ইব্নে ইসহাক সানজিদ, আদনান খান হেলাল, দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ যুব ফোরামের কেন্দ্রীয় সভাপতি ইমাম হোসেন, সিনিয়র সহ সভাপতি নিয়াজ কুদ্দুস খান, সহ-সভাপতি নুরুল ইসলাম জিতু, সাধারণ সম্পাদক মাহবুব ইকবাল মুন্না, যুগ্ম সাধারণ সম্পাদক রিকন তালুকদার লিখন, আজিজুল হক কাজী, সাংগঠনিক সম্পাদক সৈয়দ নূর আহমদ জুনেদ, সম্পাদকমণ্ডলীর সদস্য বিজয় চন্দ্রনাথ বিপ্লব, সৈয়দ রাসেল, মো. আরিফুল ইসলাম নাহিদ, ফুজায়েল আহমদ চৌধুরী, অনুকূল চন্দ্র দাস, অপু দাস, রফিকুল ইসলাম, হেলাল আহমদ চৌধুরী প্রমুখ।