প্রথম পাতা
’১৮ সালে নির্বাচনে দায়িত্বে থাকা ৩৩ ডিসি ওএসডি
স্টাফ রিপোর্টার
২০ ফেব্রুয়ারি ২০২৫, বৃহস্পতিবার
২০১৮ সালের জাতীয় নির্বাচনে দায়িত্ব পালন করা ৩৩ জেলা প্রশাসককে
(ডিসি) বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পৃথক ছয়টি প্রজ্ঞাপন জারি হয়েছে। যদিও কী কারণে এসব কর্মকর্তাকে ওএসডি করা হয়েছে তা প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়নি। ওএসডি হওয়া কর্মকর্তারা যুগ্ম সচিব পর্যায়ে বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরে দায়িত্ব পালন করছেন। ২০১৮ সালের বিতর্কিত নির্বাচনে পুলিশ এবং প্রশাসনের সহায়তায় দিনের ভোট রাতে হয়েছিল বলে বিরোধী দলগুলো দাবি করেছিল। ওই নির্বাচনে প্রশাসনের বিতর্কিত ভূমিকার নানা বিষয় গণমাধ্যমেও প্রকাশ হয়।
পাঠকের মতামত
ওএসডি কোন সমাধান না, চাকুরী হতে অব্যাহতি দিয়ে বিচারিক ব্যবস্থা গ্রহনের মাধ্যমে শাস্তি নিশ্চিত করতে হবে।
শুধু ডিসি না,এসপি,ওসি, ইউএনও এবং প্রিজাইডিং অফিসারকে আইনের আওতায় আনতে হবে। এরা সবাই মিলে দিনের ভোট রাতে করেছিলো।
শুধু ওএসডি করলেই হবে না। গুরুতর দায়িত্ব অবহেলার কারণে এবং চাকরীর বিধিমালা ভঙ্গের কারণে চাকরিচ্যুত করতে হবে এবং শাস্তি দিতে হবে।
শুধু ওএসডি করলেই হবে না। গুরুতর দায়িত্ব অবহেলার কারণে এবং চাকরীর বিধিমালা ভঙ্গের কারণে চাকরিচ্যুত করতে হবে এবং শাস্তি দিতে হবে।
শুধু ওএসডি নয়! ওদেরকে বাধ্যতামূলক অবসরে পাঠানো উচিত! এমন নীতি নৈতিকতা বর্জিত ডিসির কোনও প্রয়োজন নেই ।
শুধু ও এস ডি করলে হাবেনা। ওদের অবৈধ সকল সম্পাদ বাজেয়াপ্ত করতে হবে।
ওদের কে অতি দ্রুত ডিম থেরাফী দেয়া হোক
লাগি রাহো
শুধু ওএসডি নয়! ওদেরকে বাধ্যতামূলক অবসরে পাঠানো উচিত! এমন নীতি নৈতিকতা বর্জিত ডিসির কোনও প্রয়োজন নেই ।
ওএসডি কেন? চাকুরীচ্যূত করে আইনের হাতে সোপর্দ করলে এখনো যারা ওৎ পেতে আছেন তাদের কাছে একটা পরিস্কার বার্তা যাবে। সততার বিকল্প সততাই।