ঢাকা, ১৯ মার্চ ২০২৫, বুধবার, ৪ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ রমজান ১৪৪৬ হিঃ

প্রথম পাতা

এবার আদাবরে প্রকাশ্যে চাপাতি হামলা

স্টাফ রিপোর্টার
২০ ফেব্রুয়ারি ২০২৫, বৃহস্পতিবারmzamin

এবার রাজধানীর আদাবর থানাধীন শেখেরটেক এলাকায় প্রকাশ্যে চাপাতি নিয়ে হামলার ঘটনা ঘটেছে। তিন-চারজনের একটি দল রাসেল নামে এক যুবককে কুপিয়ে চলে যায়। জখম অবস্থায় ওই যুবক দীর্ঘ সময় রাস্তায় পড়ে ছিলেন। হামাগুড়ি দিয়ে উঠে দাঁড়ানোর চেষ্টা করলেও ব্যর্থ হচ্ছিলেন তিনি। বাঁচার জন্য সাহায্য চাইছিলেন মানুষের কাছে। একপর্যায়ে আশপাশে থাকা কয়েকজন ব্যক্তি এসে তাকে হাসপাতালে নিয়ে যান। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটে। পুলিশ বলছে, মাদক ব্যবসাকে কেন্দ্র করে এক গ্রুপ আরেক গ্রুপকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে।   

ঘটনাটি ঘটার পর আশপাশে থাকা কোনো এক ব্যক্তি যুবককে কোপানোর ভিডিওটি ধারণ করেন। মুহূর্তেই এটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, তিন-চারজনের একটি দল যুবককে কোপানোর পর চাপাতি হাতে দ্রুত চলে যাচ্ছে। তারা দেশীয় অস্ত্র রামদা-চাপাতি হাতে অশ্লীল ভাষায় গালাগালি করে মহড়া দিচ্ছিল এবং চিৎকার করছিল। এরপর একটি মোটরসাইকেলযোগে তারা ঘটনাস্থল ত্যাগ করে। আরেকটি ভিডিওতে দেখা যায়, ভুক্তভোগী এক যুবক জখম অবস্থায় হামাগুড়ি দিচ্ছেন রাস্তার মধ্যে। তিন-চারজনের দলটি ভুক্তভোগীকে কুপিয়ে রেখে দ্রুত চলে যায়। আহত যুবকটি একবার হামাগুড়ি দিচ্ছেন আবার রাস্তার মধ্যে লুটিয়ে পড়ছেন। বারবার চেষ্টা করেও উঠে দাঁড়ানোর মতো শক্তি পাচ্ছিলেন না। কয়েক মিনিট ধরে দাঁড়ানোর চেষ্টা করেও ব্যর্থ হচ্ছিলেন। চিৎকার করে সাহায্য চেয়েছেন মানুষের কাছে। কিছুক্ষণ পরে হামাগুড়ি দিয়ে পাশে থাকা একটি দেয়াল ধরে কোনোমতে দাঁড়ানোর চেষ্টা করেন কিন্তু পড়ে যাচ্ছিলেন। দীর্ঘ সময় দেয়াল ধরে আকুতির একপর্যায়ে তিন ব্যক্তি দৌড়ে আসেন ভুক্তভোগীর কাছে। এরপর তারা তাকে কোলে তুলে হাসপাতালে নিয়ে যান।

ঘটনার বর্ণনা দিয়ে আহত মো. বিজয় মানবজমিনকে বলেন, আমরা দুই ভাই আহত হই। মঙ্গলবার সন্ধ্যায় রানা নামে একজন শেখেরটেক ৯ নম্বর রোডে আমাকে এসে ধারালো অস্ত্র দিয়ে জখম করে। কপাল, মাথা, হাত-পাসহ বিভিন্ন জায়গায় জখম করে। কব্জি কাটা গ্রুপের প্রধান আনোয়ার গ্রুপের সদস্য রানা। সে আরও কয়েকজনকে নিয়ে এ ঘটনা ঘটায়। পরে এই দিন রাতে সে আমার বড় ভাই রাসেলকে রাত ২টা-আড়াইটার দিকে প্রকাশ্যে কুপিয়ে যায়। আমার ভাইয়ের দুই পায়ের হাড় ভেঙে যায়। পরে দুইজন হাসপাতালে গিয়ে চিকিৎসা নেই। আমার ভাইকে কুপিয়ে আহত করে শেখেরটেক ৭ নম্বর রোডে। তিনি বলেন, তাদের সঙ্গে আমাদের কোনো ঝামেলা নেই। আমি নিরাপত্তা প্রহরীর চাকরি করি। আমার ভাই রাসেল বাবুর্চির কাজ করে। এই আদাবরেই আমরা বড় হয়েছি। আমাদের গ্রামের বাড়ি গাজীপুরে। এ ঘটনায় থানায় অভিযোগ দিয়েছি।
আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাকারিয়া মানবজমিনকে বলেন, এ ঘটনায় দুইজন আহত হয়েছে। তারা বর্তমানে সুস্থ আছে, প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় ফিরেছে। ভুক্তভোগীর পরিবার অভিযোগ দিয়েছে। তিনি বলেন, মাদক ব্যবসার দ্বন্দ্ব নিয়ে ঘটনাটি ঘটে। অপরাধীদের চিহ্নিত করা হয়েছে। তবে এখনো কাউকে গ্রেপ্তার করা যায়নি। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

 

 

প্রথম পাতা থেকে আরও পড়ুন

প্রথম পাতা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status