খেলা
বাংলাদেশ-ভারত খেলা শুরু বিকাল ৩টায়
ভারত দিয়ে শুরু, শেষটা কোথায়?
স্পোর্টস রিপোর্টার
২০ ফেব্রুয়ারি ২০২৫, বৃহস্পতিবার
মাঠের লড়াই শুরুর আগেই আলোচনার তুঙ্গে চ্যাম্পিয়নস ট্রফির এবারের আসর। এই আসরে আট দল অংশ নিলেও উত্তেজনার পারদ প্রতিদিনই একটু একটু করে বাড়ছে ভারত-পাকিস্তান ও বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের মধ্যে। ২৯ বছর পর পাকিস্তান আইসিসির কোন ইভেন্ট আয়োজন করতে পারছে তাদের দেশে। যদিও ভারত যাবে না বলে হাইব্রিড মডেলে হচ্ছে এই টুর্নামেন্ট। শুধুমাত্র ভারতের জন্য দ্বিতীয় ভেন্যু সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। যেখানে আজ বাংলাদেশের মুখোমুখি হবে ভারত। এই ম্যাচ দিয়েই শুরু হচ্ছে টাইগারদের চ্যাম্পিয়নস ট্রফির যাত্রা। প্রশ্ন উঠেছে শেষটা কোথায়! এই ম্যাচ শেষ করেই নাজমুল হোসেন শান্তদের ছুটতে হবে পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে। সেখানে পাকিস্তান ও নিউজিল্যান্ডের বিপক্ষে লড়াই। দুটি ম্যাচ জিতলেই সেমিফাইনাল, এরপর ফাইনাল। পারবে তো বাংলাদেশ? দেশ ছাড়ার আগে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত চ্যাম্পিয়ন হওয়ার ঘোষণা দিয়েছেন। ভারতের বিপক্ষে প্রথম ম্যাচে নামার আগে দিয়েছেন হুংকার। জানিয়েছেন নিজেদের দিনে যে কোনো দলকে হারানো সম্ভব। তাই ভারত নিয়ে ভাবনা নয়, জয়ই টাইগারদে লক্ষ্য। শান্ত বলেন, ‘এই সংস্করণে আমাদের দলটা ব্যালান্সড। আমরা বিশ্বাস করি, এই টুর্নামেন্টে আমরা যে কোনো দলকে হারাতে পারি। সব দলই শিরোপা জয়ের সামর্থ্য রাখে। আর আমি এমন কেউ নই যে প্রতিপক্ষ নিয়ে খুব বেশি ভাবি। নিজেদের পরিকল্পনা বাস্তবায়ন করতে পারলে আমরা যে কোনো দিন যে কোনো দলকে হারাতে পারি।’ তবে স্বপ্ন আর বাস্তব এক নয়। শান্তকে পরিসংখ্যান চিন্তা করে পা মাটিতেই রাখতে হবে। আইসিসি’র কোনো টুর্নামেন্টে এখন পর্যন্ত শিরোপা জিততে পারেনি বাংলাদেশ। সর্বোচ্চ সাফল্য সেমিফাইনাল খেলা। সেটিও সবশেষ ২০১৭ তে চ্যাম্পিয়নস ট্রফির শেষ আসরে। মাশরাফি বিন মুর্তজার দলকে পুরো কৃতিত্ব অবশ্য দেয়া যাবে না সেই সাফল্যে, কিছু ভাগ দিতে হবে বৃষ্টিকেও। সেই দলের অনেকেই নেই এবার। মাশরাফি, সাকিব আল হাসান, তামিম ইকবালের মতো তারকাদের ছাড়াই খেলবে বাংলাদেশ। অন্যদিকে ভারতের বিপক্ষে মুখোমুখি লড়াইয়ে হিসেবটাও বাংলাদেশের পক্ষে নেই। যেখানে ভারতের জয় ৩৩ ম্যাচে সেখানে বাংলাদেশ জিতেছে ৮টিতে। আইসিসি টুর্নামেন্টে দুই দলের দেখাতে ভারতের জয় ৪ ম্যাচে আর বাংলাদেশ জিতেছে এক ম্যাচ। ভারতের বিপক্ষে খেলার আগে শান্ত অবশ্য ২০২২ সালের সিরিজ জয়ের কথা টেনেছেন। যদিও পরক্ষণে জানালেন সেটা অতীত। ভারতের বিপক্ষে ম্যাচে অবশ্য পরিকল্পনা বাস্তবায়ন করার কথাতেই জোর দিচ্ছেন টাইগার অধিনায়ক। তিনি বলেন, ‘আপনি যদি খেয়াল করেন তাহলে ৮টি দলই ভালো মানের। ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ডের সঙ্গে ভালো স্মৃতি আছে, সামপ্রতিক সময়ে আমরা বেশ কিছু ম্যাচও জিতেছি। গত বছর (আসলে ২০২২) ভারতের বিপক্ষে দেশের মাটিতে ভালো স্মৃতি আছে। কিন্তু সেটা এখন অতীত। আগামীকাল যদি ভালো খেলতে পারি আর পরিকল্পনা বাস্তবায়ন করতে পারি, তাহলে ভালো একটা ম্যাচ হবে।’ অন্যদিকে এই ম্যাচের আগে আলোচনায় আছে দুবাইয়ের উইকেট। বলাবলি হচ্ছে ভাারত নিজেদের মত করেই উইকেট বানিয়েছে। যদিও বাংলাদেশ অধিনায়ক এ সব নিয়ে ভাবছেন না। তার মতে মানিয়ে নিতে হবে। শান্ত বলেন, ‘আমাদের (দুই ভেন্যুতেই) মানিয়ে নিতে হবে। এই উইকেট এত হাই স্কোরিং নয় পাকিস্তানের তুলনায়। পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডিতে টেস্ট খেলেছি, অনুমান করতে পারি উইকেট কেমন হবে। যেখানেই খেলি উইকেট মানিয়ে নিয়ে খেলতে হবে। উইকেটকে কঠিন কিছু ভাবতে চাই না। ছেলেরা দুই ভেন্যুতেই ভালো করতে মরিয়া। যেখানেই খেলি অনেক সমর্থক আসেন। হারি বা জিতি। দর্শকরা খেলার অংশ। আশা করি কালও আসবেন, আমাদের সমর্থন করবেন।’