অনলাইন
সাবেক আইজিপি শহিদুল হকের গোপন সম্পদের ‘২ বস্তা’ নথি উদ্ধার
অনলাইন ডেস্ক
(৩ সপ্তাহ আগে) ১৯ ফেব্রুয়ারি ২০২৫, বুধবার, ২:০২ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৯:১৮ পূর্বাহ্ন

বিপুল পরিমাণ সম্পদের গোপন নথি সরিয়ে ফেলেছিলেন পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহিদুল হক। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার মধ্যরাতে অভিযান চালিয়ে ২ বস্তা নথি উদ্ধার করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) বিশেষ টিমের সদস্যরা।
নথি উদ্ধারের বিষয়টি বুধবার জানায় দুদক। প্রতিষ্ঠানটি বলছে, শহিদুল হকের বিরুদ্ধে অসাধু উপায়ে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের একটি অভিযোগের অনুসন্ধান কার্যক্রম চলমান রয়েছে। শহিদুল হক তার অবৈধ সম্পদ অর্জনের তথ্য সম্বলিত নথিপত্র তার একজন নিকট আত্মীয়ের কাছে দুটি বস্তায় ভরে পাঠিয়েছেন। গোয়েন্দা তথ্যে আরও জানা যায়, নথিপত্রগুলো গোপন রাখার জন্য সে আত্মীয় অপর এক আত্মীয়ের বাসায় পাঠান। এ সব নথিপত্রে শহিদুল হকের বেআইনিভাবে অর্জিত কোটি কোটি টাকার সম্পদের তথ্য রয়েছে।
মঙ্গলবার রাত থেকে ভোর পর্যন্ত দুদকের অনুসন্ধানকারী কর্মকর্তা সহকারী পরিচালক রাকিবুল হায়াতের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি টিম শহিদুল হকের আত্মীয়ে বাড়িকে তল্লাশি কার্যক্রম পরিচালনা করেন। তল্লাশিকালে দুইটি বস্তায় মোট ৩৮ প্রকৃতির ৪৮টি আলামত পাওয়া যায়। যার মধ্যে রয়েছে বিপুল মূল্যমানের সম্পদের দলিল, বিভিন্ন গোপনীয় চুক্তিপত্র, ডিড অব এগ্রিমেন্ট, পাওয়ার অব অ্যাটর্নী, সংঘ স্মারকের ছায়ালিপি, অফার লেটার, ব্যাংক হিসাব বিবরণী ইত্যাদি।
পাঠকের মতামত
আহ কি পরহেজগার বান্দা।
Shohidul Haq is thief of Bagdad.
একে এবং এদেরকে জনসম্মুখে গণআদালতে ফাঁসি দিতে হবে।
if nothing he, his wife a.nd by way of benami they own at least 5000 crores of assets in Bangladesh and abroad
He is responsible for the murders at Shapla Chottor.
This message is very shame for us. We want to see clean police and clean Bangladesh.
অবসরের পরে এই বাটপার দূর্নীতিবাজ টিভি টকশোতে এসে বড় বড় কথা বলতেন মানুষকে নীতিবাক্য শুনাইতেন। আহ কি পরহেজগার বান্দা।
Fashi chai