ঢাকা, ১৫ মার্চ ২০২৫, শনিবার, ৩০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ রমজান ১৪৪৬ হিঃ

প্রথম পাতা

কুয়েটে ছাত্রদল ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দফায় দফায় সংঘর্ষ

স্টাফ রিপোর্টার, খুলনা থেকে
১৯ ফেব্রুয়ারি ২০২৫, বুধবারmzamin

ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা নিয়ে সৃষ্ট সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয়েছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববদ্যালয় (কুয়েট)। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীদের সাথে ছাত্রদলের কর্মীদের সংঘাতে বহিরাগতরা যোগ দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। সংঘর্ষে কুয়েটের অর্ধ শতাধিক ছাত্র আহত হয়েছে বলে দাবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের। এদের মধ্য থেকে গুরুতর আহত ১০ জনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার দুপুর ১টার দিকে সংঘাতের  শুরু হয়ে এ রিপোর্ট লেখার সময় সন্ধ্যা ৭টা পর্যন্ত তা অব্যাহত ছিল। 

কুয়েটের সাধারণ শিক্ষার্থীদের অভিযোগ, ৫ই আগস্টের পর থেকে কুয়েট ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা হয়েছিল। অতীতে এই ক্যাম্পাসে রাজনীতির নামে ছাত্রলীগের সীমাহীন অত্যাচার নির্যাতন সহ্য করতে হয়েছে শিক্ষার্থীদের। এমনকি তাদের মানসিক ও শারীরিক নির্যাতনে একজন শিক্ষক পর্যন্ত মারা যান। বিপ্লব উত্তর সাধারণ শিক্ষার্থীদের দাবি ছিল এখানে আর ছাত্র রাজনীতি ফিরবে না। কিন্তু সেই সিদ্ধান্ত উপেক্ষা করে সোমবার ছাত্রদল কুয়েটে সদস্য সংগ্রহ ফরম বিতরণ শুরু করে। 

মঙ্গলবার দুপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেয়া শিক্ষার্থীরা সাধারণ ছাত্রদের নিয়ে ভিসির কার্যালয়ে যাচ্ছিলেন ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবিতে। পথিমধ্যে ছাত্রদলের কর্মীদের সাথে মুখোমুখি হলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, এ সময় কুয়েটের পকেট গেট দিয়ে বহিরাগত সন্ত্রাসীরা ধারালো অস্ত্র, রামদা, চাপাতি, লোহার রড নিয়ে প্রবেশ করে। তারা ছাত্রদলের কর্মীদের সাথে একত্রিত হয়ে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামালা চালায়। মুহূর্তে রণক্ষেত্রে পরিণত হয় গোটা ক্যাম্পাস। সাধারণ ছাত্রদের প্রতিরোধের মুখে ছাত্রদল কর্মীরা পালিয়ে গেলেও বহিরাগত সন্ত্রাসীদের সাথে কুয়েটের আশপাশের এলাকার বাসিন্দাদের সাথে নিয়ে পাল্টা হামলা করে। ধাওয়া-পাল্টা ধাওয়া ও বৃষ্টির মতো ইটপাটকেল নিক্ষেপে একের পর শিক্ষার্থী রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। তাদেরকে কুয়েট  মেডিকেল সেন্টারে নিয়ে চিকিৎসা দেয়া হয়। 
এদিকে মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হওয়া ১০ শিক্ষার্থীর মধ্যে রয়েছেন প্রীতম বিশ্বাস, শাফি, নাফিস ফুয়াদ, সৌরভ, তাওহিদুল, ইউসুফ খান সিয়াম, দেবজ্যোতি, মাহাদি হাসান, নিলয় ও মমতাহিন। 

কুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী রাহাতুল ইসলাম বলেন, ছাত্র রাজনীতি বন্ধের দাবিতে দুপুর ১টায় আমরা সমাবেশ ডেকেছিলাম। সেখানে বহিরাগতদের নিয়ে ছাত্রদল হামলা চালিয়েছে। জানা গেছে, কুয়েটের ২০ ব্যাচের শিক্ষার্থী জনৈক ইফাজ ছাত্রদলের হামলায় নেতৃত্ব দিয়েছে। এছাড়া সংঘর্ষের শুরুতে ছাত্রদল কর্মীরা বলেছিল, বিকেল ৫টা পর্যন্ত কোন পুলিশ প্রশাসন ক্যাম্পাসে আসবে না। তোদেরকে রক্ষা করবে কে? এই বলে তারা হামলা শুরু করে। এদিকে সংঘর্ষ শুরুর দীর্ঘ সময় পরে বিপুল সংখ্যক পুলিশ, র‌্যাব, সেনা বাহিনীর সদস্য ও এপিবিএন, বিজিবি ও নৌ কন্টিনজেন্ট সদস্যরা কুয়েটে আসেন। এ সময় ছাত্ররা কুয়েটের মেইন গেট আটকে দিয়ে নানা ধরনের স্লোগান দিতে থাকে। তারা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ভেতরে প্রবেশ করতে দেয়নি। দুপুর ১টায় সংঘর্ষ শুরুর দীর্ঘ চার ঘণ্টা পর বিকেল ৫টায় কেন আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে এলো এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তারা। 

খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার মোহাম্মদ নাজমুল হাসান রাজিব বলেন, পরিস্থিতি অতি শিগগিরই নিয়ন্ত্রণে আসবে। আমার কুয়েটের ভিসি সহ সব পক্ষের সাথে কথা বলেছি। স্থানীয়দের সাথেও কথা হয়েছে। এঁটা আর বড় রূপ নিতে না পারে সেই চেষ্টা করছি। 
এদিকে কুয়েটে সাধারণ শিক্ষার্থীদের উপর বহিরাগতদের  সাথে নিয়ে ছাত্রদলের হামলার প্রতিবাদে রাত সাড়ে ৮টায় বিক্ষোভ সমাবেশ ডাক দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন।

পাঠকের মতামত

বি এন পি,র কোন নেতাদের পরিচালনা ভালো না,হিংসার রাজনীতি,ইসলাম ছাড়া কখনও মানুষ সুখী হতে পারেন,আল্লাহর বিধান অনুযায়ী না চলার ফল এগুলি।যে ছোট থেকে যেই শিক্ষা নিয়ে বড় হইছে সে সেই শিক্ষা দিয়েই বিচার করে চলে,অথচ আল্লাহর বিধান দিয়ে সমস্ত শিক্ষা যাচাই করা যায়।আমি কোন দল করিনা জামাত,বি এন পি, আওয়ামীলীগ,আমি কুরআন সুন্নাহ অনুযায়ী বলার চেষ্টা করি।গণতন্ত্র এর কারণে মুসলিম মুসলিম হিংসা মারামরি গালাগালি,অথচ মুসলিম মুসলিম কে গালি দেয়া ফাসেকী ও তার উপর হাত তোলা কুফরী।

Amir
১৯ ফেব্রুয়ারি ২০২৫, বুধবার, ৫:০২ অপরাহ্ন

Stop students politics in KUET

aaaa
১৯ ফেব্রুয়ারি ২০২৫, বুধবার, ১২:৪৮ অপরাহ্ন

বিএনপি যদি মনে করে ফাঁকা মাঠে তারা একাই খেলবেন, তাহলে শেখ হাসিনার মতোই তাদের পরিনত হবে। তাদের উচিত পুরো বাংলাদেশে তাদের কর্মীরা যেভাবে চাঁদা বাজি করছে, তা বন্ধ করা। মানবজমিন যে সন্ত্রাসীর অস্ত্রসহ ছবি আপলোড করেছে এই যদি হয়ে ছাত্রদল? তাহলে বিএনপির ভবিষৎ খুবই অন্ধকার এবং এরজন্য তাদেরকে হাসিনা সরকারের চেয়েও বেশি ক্ষতিগ্রস্থ হবে। হাসিনার সরকার থেকেও যদি বিএনপি শিক্ষা না নেয় এদের মতো বেকুব আর কোন রাজনৈতিক দল হতে পারে না।

Kaynat
১৯ ফেব্রুয়ারি ২০২৫, বুধবার, ১১:২১ পূর্বাহ্ন

ক্ষমতায় যাওয়ার পর কি করবে তার রিহার্সেল দেখাচ্ছে এখন। তাই এদের পরিনতিও লীগের মত হবে।

Motahar Riam
১৯ ফেব্রুয়ারি ২০২৫, বুধবার, ১০:২৬ পূর্বাহ্ন

শিবির যখন সদস্য সংগ্রহ করছিলো তখন তোমরা কোথায় ছিলে?

মসমকাাা্
১৯ ফেব্রুয়ারি ২০২৫, বুধবার, ৯:১১ পূর্বাহ্ন

ছাত্রদলের মতামত না নিয়ে একতরফা সংবাদ পরিবেশ করার মানে কি?

কামাল
১৯ ফেব্রুয়ারি ২০২৫, বুধবার, ৯:১০ পূর্বাহ্ন

আপা টুপ্ করে চলে আসেন, নইলে অন্ততপক্ষে মাঝে মাঝে দুই-একটা ভিডিও ছাইড়েন। তা নাহলে ওদের মারামারি-কোন্দল থামবেনা। দেখেন না কতকাল কুয়েটে মারামারির রির্সাল করলো। আপনি আসলে ওরা আপনাকে নিয়েই ব্যাস্ত থাকবে। আপা আসুন-মারামারি থেকে বাঁচুন।

Jamal
১৯ ফেব্রুয়ারি ২০২৫, বুধবার, ৮:২৯ পূর্বাহ্ন

বৈষাম্যবিরোধি রা রাজনীতি করবে অন্যরা পারবে এটা কেমন কথা তাহলে এখানেও বৈষাম্য

MirAhmed
১৯ ফেব্রুয়ারি ২০২৫, বুধবার, ৭:৪১ পূর্বাহ্ন

আমি এখানে বুঝতে পারছি যারা এখন ছাত্র রাজনিতি বন্দ করতে চায় এরাই আওয়ামী ছাত্রলীগের নাম দিছে ছাত্রদল কারণ ছাত্রলীগের কোন খানা নেই এজন্যই এই পথে হাটছে ওদের কে পিটাতে হবে, ওদের হাতে অস্ত্র থাকবে এটা দেখে ও বুঝা যায়। তাই ওদের ফাদে কেউ যেন না পড়ে।

Rubayet
১৯ ফেব্রুয়ারি ২০২৫, বুধবার, ৫:০৩ পূর্বাহ্ন

ছাত্রদল আর ছাত্রলীগ একই জিনিস, মুদ্রার এপিঠ ওপিঠ। এটাও একটি সন্ত্রাসী সংগঠন। ছাত্রলীগের মত ছাত্রদল ও ছাত্রশিবির কেও নিষিদ্ধ করা হোক। বাংলাদেশে ছাত্র রাজনীতি বন্ধ করা হোক।

প্রকাশে অনিচ্ছুক
১৯ ফেব্রুয়ারি ২০২৫, বুধবার, ৪:২৭ পূর্বাহ্ন

আওয়ামী লীগের গ ন্ধ পাচ্ছি,

Rubayet
১৯ ফেব্রুয়ারি ২০২৫, বুধবার, ৪:১৮ পূর্বাহ্ন

যারা জীবন দিয়ে এ দেশ থেকে ফ্যাসিবাদ মুক্ত করল তাদের উপর হামলা করতে একটুও লজ্জাবোধ হয় না। কাপুরুষ!

Maksud
১৯ ফেব্রুয়ারি ২০২৫, বুধবার, ২:৫১ পূর্বাহ্ন

মানবজমিন যে সন্ত্রাসীর অস্ত্রসহ ছবি আপলোড করেছে এই যদি হয়ে ছাত্রদল? তাহলে ভবিষ্যৎ খুবই অন্ধকার। ছাত্রলীগের পরিনতি হতে আর বেশি বাকী নেয়।

Yasin Khan Advocate
১৯ ফেব্রুয়ারি ২০২৫, বুধবার, ১২:৩৭ পূর্বাহ্ন

ছাত্র রাজনীতি সুস্থ ও গঠনমূলক হোক এই প্রত্যাশা আমাদের সকলের। শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র রাজনীতি অবশ্যই থাকতে হবে। রাজনীতি করার অধিকার যেমন আছে তেমনি না করার অধিকার ও আছে, তবে নিষিদ্ধ করার অধিকার কারো নেই। বৈষম্য বিরোধী নামে বৈষম্যমূলক আচরণ পরিত্যাগ করতে হবে।

Parnel Shawkat
১৯ ফেব্রুয়ারি ২০২৫, বুধবার, ১২:৩০ পূর্বাহ্ন

প্রথম পাতা থেকে আরও পড়ুন

প্রথম পাতা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status