প্রথম পাতা
ঢাবিতে বিক্ষোভ
বিশ্ববিদ্যালয় রিপোর্টার
১৯ ফেব্রুয়ারি ২০২৫, বুধবারখুলনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ সমাবেশ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। মঙ্গলবার রাতে রাজু ভাস্কর্যের পাদদেশে এই বিক্ষোভ হয়। কুয়েটে ছাত্রদলের নেতাকর্মীরা বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের ওপর হামলা করেছেন এমন অভিযোগ করে সমাবেশ থেকে দোষীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানানো হয়।
বিক্ষোভ সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ, সদস্য সচিব আরিফ সোহেলসহ কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখেন। বিক্ষোভ সমাবেশ শেষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মিছিল বের করা হয়।
সমাবেশে আরিফ সোহেল বলেন, আপনারা জানেন তারা ফ্যাসিবাদের পুনর্বাসনের চেষ্টা করে চলেছে। ৫ই আগস্টের পর আওয়ামী কায়দায় রাজনীতি আমরা আর ফিরতে দেবো না।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তরিকুল ইসলাম বলেন, ২৪ ঘণ্টার মধ্যে এই ন্যক্কারজনক হামলায় অংশ নেয়া অপরাধীদের গ্রেপ্তার করতে হবে।