বাংলারজমিন
প্রকাশিত সংবাদের প্রতিবাদ
১৯ ফেব্রুয়ারি ২০২৫, বুধবারগত ২৪শে জানুয়ারি দৈনিক মানবজমিনে ‘দিরাইয়ে ২ মাস ধরে কর্মস্থলে অনুপস্থিত স্বাস্থ্য সহকারী’ শীর্ষক শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর যীশু রঞ্জন দাস তালুকদার। প্রতিবাদলিপিতে তিনি বলেছেন, প্রতিবেদনে উদ্দেশ্যমূলক আমাকে নিয়ে ভুল, মিথ্যা তথ্য উপস্থাপন করা হয়েছে। ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, কর্তৃপক্ষের আদেশ অমান্য করে প্রায় দুই মাস ধরে কর্মস্থলে আমি অনুপস্থিত রয়েছি। কিন্তু এই তথ্য মোটেও সত্য নয়। আমি কখনও কোথাও আমার উর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশ অমান্য করিনি। চাকরি বিধি অনুযায়ী আমি এখনও অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর পদে সাময়িকভাবে কর্মরত আছি।