ঢাকা, ২৬ মার্চ ২০২৫, বুধবার, ১২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ, ২৫ রমজান ১৪৪৬ হিঃ

অনলাইন

চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্রদের নতুন কমিটি নিয়ে অসন্তোষ, সড়ক অবরোধ

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম থেকে

(১ মাস আগে) ১৮ ফেব্রুয়ারি ২০২৫, মঙ্গলবার, ৮:৫৪ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১:২১ অপরাহ্ন

mzamin

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগর, চট্টগ্রাম উত্তর জেলা ও চট্টগ্রাম দক্ষিণ জেলার আহবায়ক কমিটি নিয়ে দেখা দিয়েছে বিরোধ। এরমধ্যে ঘোষিত কমিটি বাতিলের দাবিতে মঙ্গলবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছে একপক্ষের শিক্ষার্থীরা। এরপর দুপুর থেকে চট্টগ্রামের ইস্পাহানি মোড় এলাকায় সড়ক অবরোধ করে তারা। এতে লালখান বাজার, টাইগার পাস, ওয়াসা মোড় এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ এসে অনুরোধ করে একপাশের রাস্তা খুলে দিলে যান চলাচল কিছুটা স্বাভাবিক হয়।

মঙ্গলবার সকালে  সংবাদ সম্মেলনে সমন্বয়ক ও নতুন কমিটির যুগ্ম আহবায়ক  চট্টগ্রাম মহানগর)  সিয়াম ইলাহী বলেন, যাদের বিরুদ্ধে নারী সংগঠককে হেনস্তা ও চাঁদাবাজির অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেবার কথা তাদেরকেও কমিটির আহবায়ক করা হয়েছে। সাড়ে চারমাস ধরে অভিযোগের তদন্তের প্রতিশ্রুতি দেয়া হয়েছে কেন্দ্র থেকে। উল্টো অভিযুক্তদের কমিটির আহবায়ক বানিয়ে শহীদের রক্তের সাথে বেইমানি করা হলো। 

চট্টগ্রাম দক্ষিণ জেলা কমিটির সিনিয়র যুগ্ম আহবায়ক যোবায়ের আলম মানিক বলেন, সম্মুখসারির যোদ্ধাদের অবমূল্যায়ন করা হয়েছে। ইতিমধ্যে ঘোষিত কমিটির প্রায় শ'খানেক নেতা পদত্যাগ করার ঘোষণা দিয়েছেন। কমিটিতে আগন্তুকের সংখ্যা অনেক। ছাত্রলীগের কর্মীদের পুনর্বাসন করা হয়েছে। আজকের মধ্যে বিষয়টি সুরাহা করা না হলে রাজপথেই এমন অপমানের শোধ নেয়া হবে। 
সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, রিজাউর রহমানের বিরুদ্ধে চাঁদা দাবির অডিও ফাঁস হয়েছে মাসখানেক আগে। গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে এই বিষয়ে।  এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক হান্নান মাসুদকে অবরুদ্ধ করে আন্দোলনে আহতদের উপর হামলাও করেছিলেন রিজাউরের নেতৃত্বে থাকা 'ডট গ্যাং'। তাকেই চট্টগ্রাম মহানগর কমিটির আহবায়ক করা হয়েছে। রিজাউরের আরেক সহযোগী আরেফিনকে চট্টগ্রাম উত্তর জেলার আহবায়ক করা হয়েছে। দক্ষিণ জেলা কমিটির আহবায়ক আরেক কেন্দ্রীয় সমন্বয়কের বন্ধু কোটায় পদ পেয়েছেন।

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সমন্বয়করা জানান,  রাউজান, ফটিকছড়ি, আনোয়ারা থেকে ছাত্রলীগের কর্মীদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটিতে নেয়া হয়েছে। অথচ সাবেক এমপি কুখ্যাত  ফজলে করিম ও ফারাজ করিমের বিচারের দাবি তোলা সহযোদ্ধাদের কমিটিতেই রাখা হয় নি। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন  রিদুয়ান সিদ্দিকী, সাইফুল ইসলাম রুদ্র, নাফিজা সুলতানা অমি, আবদুর রহমান, আবুল বশির নাইম, ওমর ফারুক নয়ন'সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আঠারো জন সমন্বয়ক। এছাড়া সতীর্থদের আন্দোলনে সংহতি প্রকাশ করেছেন নতুন কমিটির মুখ্য সংগঠকসহ ( চট্টগ্রাম উত্তর জেলা)  নতুন কমিটিতে স্থান পাওয়া অনেকেই।

এদিকে বিকেল সাড়ে তিনটার দিকে ফেসবুক স্ট্যাটাসে সমন্বয়ক রাসেল আহমেদ  বলেছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রামে উদ্ভূত পরিস্থিতির শান্তিপূর্ণ সমাধান সন্ধ্যার আগে করা না হলে আমি এবং সম্মুখ সারিতে থেকে নেতৃত্ব দেয়া সহযোদ্ধাসহ এই প্লাটফর্ম থেকে সরে যেতে বাধ্য হবো।

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

অনলাইন সর্বাধিক পঠিত

সাবেক সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়া/ আমাকে হত্যা করতে কর্নেল জিয়াকে নির্দেশ দেয়া হয়

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status