বিশ্বজমিন
লেবানন থেকে ইসরাইলি সেনা প্রত্যাহারের সময়সীমা শেষ হচ্ছে আজ
মানবজমিন ডেস্ক
(২ সপ্তাহ আগে) ১৮ ফেব্রুয়ারি ২০২৫, মঙ্গলবার, ৩:১৫ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৯:১৬ পূর্বাহ্ন

লেবাননের সশস্ত্রগোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে চুক্তির আওতায় দক্ষিণ লেবানন ত্যাগের জন্য সকল ইসরাইলি সেনা প্রত্যাহারের নির্ধারিত সময়সীমা আজ মঙ্গলবার শেষ হচ্ছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি। এতে বলা হয়, লেবাননের এক নিরাপত্তা কর্মী জানিয়েছে, সোমবার সীমান্তবর্তী কিছু এলাকা থেকে সরে যেতে শুরু করেছে ইসরাইলি সৈন্যরা। তবে তারা গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে অবস্থান করার প্রস্তুতি নিচ্ছে বলে মনে হচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা এএফপিকে বলেন, লেবাননের সেনাবাহিনীর অগ্রসর হওয়ার সাথে সাথে ইসরাইলি বাহিনী মাইস আল-জাবাল এবং ব্লিদাসহ সীমান্তবর্তী গ্রামগুলো থেকে প্রত্যাহার শুরু করছে।
গাজা সংঘাতকে কেন্দ্র করে দুই মাসের সর্বাত্মক যুদ্ধ এবং এক বছরের আন্তঃসীমান্ত যুদ্ধের সময় দক্ষিণ ও পূর্ব লেবানন এবং দক্ষিণ বৈরুতে হিজবুল্লাহর শক্ত ঘাঁটিগুলোতে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে ইসরাইল। জাতিসংঘের তথ্য মতে, ধ্বংসপ্রাপ্ত এলাকাগুলো পুনর্গঠনে ব্যয় হতে পারে ১০ বিলিয়ন ডলার বা তার বেশি। এখনও ঘরবাড়ি হারিয়ে বাস্তুচ্যুত অবস্থায় জীবন কাটাচ্ছে ১ লাখের বেশি মানুষ। ধ্বংসযজ্ঞ সত্ত্বেও গত বছরের ২৭ নভেম্বরের যুদ্ধবিরতির পর থেকে হাজার হাজার মানুষ বাড়ি ফিরে যাওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। তাদের সম্পত্তি পরিদর্শন করার এবং কিছু ক্ষেত্রে ধ্বংসস্তূপের নিচে মৃতদের সন্ধান করার জন্য। ৬০ বছর বয়সী ফাতিমা শুকের বলেন, আমি আমার বাড়ির সামনে, আমার গোলাপ বাগানের কাছে বসে সকালের এক কাপ কফি খাওয়ার কথা স্মরণ করছি। বাস্তুচ্যুতির পর তার সীমান্তবর্তী গ্রামে ফিরে যাওয়ার পরিকল্পনা করছেন ওই নারী।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, ২০২৩ সালের অক্টোবরে সীমান্তে সংঘর্ষ শুরু হওয়ার পর থেকে লেবাননে ৪ হাজারের বেশি মানুষকে হত্যা করেছে ইসরাইল।