ঢাকা, ১৫ মার্চ ২০২৫, শনিবার, ৩০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ রমজান ১৪৪৬ হিঃ

প্রথম পাতা

জুলাই অভ্যুত্থানে আহত ও স্বজনদের শাহবাগ অবরোধ

স্টাফ রিপোর্টার
১৮ ফেব্রুয়ারি ২০২৫, মঙ্গলবারmzamin

জুলাই গণ-অভ্যুত্থানে আহতদের পুনর্বাসন ও ক্ষতিপূরণের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করেছেন আন্দোলনে আহত ব্যক্তি ও তাদের স্বজনেরা। গতকাল দুপুরে তারা রাজধানীর শাহবাগে অবরোধ করেন। এতে শাহবাগ, বাংলামোটর, ইস্কাটনসহ পুরো এলাকার যান চলাচল বন্ধ হয়ে যায়। এর আগে গণ-অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের ব্যানারে সকাল ১১টা থেকে শাহবাগে অবস্থান কর্মসূচি শুরু করেন ৩০ থেকে ৪০ জন জুলাই বিপ্লবে আহত ও তাদের পরিবারের সদস্যরা। তারা শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে আশপাশের সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ করে দেন। এ সময় তারা সরকারের পক্ষ থেকে তাদের সঙ্গে আলোচনায় বসার জন্য দুপুর ২টা পর্যন্ত সময় বেঁধে দেন। দুপুরের পর শাহবাগ মোড় ছেড়ে বিএসএমএমইউ’র ১ নম্বর গেটের সামনে শাহবাগ টু বাংলামোটর যাওয়া-আশার সড়কের মাথায় অবস্থান নেন। এ সময় জুলাই বিপ্লবে আহতরা বলেন, ফ্যাসিবাদের দোসররা আমাদের আহত ভাইদের তিন-চারটি ক্যাটাগরিতে ভাগ করে বৈষম্যের সৃষ্টি করেছে। এ, বি এবং সি এই তিন ক্যাটাগরি করে আহত ব্যক্তিদের চিকিৎসা দেয়া হচ্ছে। সি ক্যাটাগরিতে এ এবং বি’র মতো সুবিধা রাখা হয়নি। এটি খুবই বৈষম্যমূলক। আমরা চাই সব আহতকে দু’টি ক্যাটাগরিতে ভাগ করে চিকিৎসা নিশ্চিত করা হোক।

তারা বলেন, আহতদের ক্যাটাগরি পুনর্বিবেচনা করে তিনটি থেকে দু’টি করা এবং পুনর্বাসন ও ক্ষতিপূরণ প্রদান। ক্যাটাগরি ‘এ’তে কর্মে অক্ষম যেসব আহত যোদ্ধা স্থায়ীভাবে কর্মক্ষমতা হারিয়েছেন, যেমন- পঙ্গুত্ব, চোখ হারানো, বাহ্যিক ও অভ্যন্তরীণভাবে গুরুতর আহত। তাদের জন্য মাসিক ভাতা ২০ হাজার টাকা প্রদান করতে হবে। আগের সিদ্ধান্ত পরিবর্তন করে এককালীন ভাতা বৃদ্ধি করতে হবে। একই সঙ্গে পরিবারে দায়িত্বশীল ব্যক্তিকে সরকারি বা আধা-সরকারি পর্যায়ে প্রশিক্ষণ ও কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। ক্যাটাগরি ‘বি’তে কর্মে সক্ষম যেসব আহত যোদ্ধা সুস্থ হয়েছেন, সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরবেন এবং স্থায়ীভাবে কর্মক্ষম থাকবেন। তাদের জন্য মাসিক ভাতা ১৫ হাজার টাকা প্রদান করতে হবে। আহত ও শহীদ পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ সুরক্ষা আইন প্রণয়ন করতে হবে। এই আইনের আওতায় আহত ও শহীদ পরিবারের সদস্যদের বিরুদ্ধে কোনো হুমকি, হয়রানি বা হত্যাচেষ্টা হলে সর্বোচ্চ শাস্তির বিধান থাকতে হবে। এছাড়া আহত ও শহীদ পরিবারের সুচিকিৎসা, মানসিক কাউন্সেলিং, হয়রানি প্রতিরোধ এবং সমস্যা সমাধানের জন্য ২৪ ঘণ্টা টোল-ফ্রি হটলাইন চালু করতে হবে। আন্দোলনকারীদের অনেকে আহত প্রত্যেককে সরকারি ভাতার আওতায় আনার দাবি জানান তারা।

এ বিষয়ে শাহবাগ থানার ওসি খালেদ মনসুর  বলেন, বেশ কিছু দাবি নিয়ে তারা বিএসএমএমইউ’র সামনের সড়কে অবস্থান করছেন। তবে মোড়ের অন্য লেনগুলো দিয়ে যান চলাচল করছে। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। পরিস্থিতি স্বাভাবিক।

 

 

পাঠকের মতামত

Try! Human being is the only one of a kind to whom you will never ever be able to satisfy them by offering “everything in the world”! They will demand; we need more? Think and Create “something” out from the Universal-Champion-Bengali brains that will help to controlling the human psychology to stop making unnecessary demands! If you can, I firmly believe that would top the Noble-Prize!

?
১৮ ফেব্রুয়ারি ২০২৫, মঙ্গলবার, ৯:৪২ পূর্বাহ্ন

নতুন মুক্তিযুদ্ধের সৈনিক।।।।।।

Mohammed Alam hossai
১৮ ফেব্রুয়ারি ২০২৫, মঙ্গলবার, ৫:৫৬ পূর্বাহ্ন

প্রথম পাতা থেকে আরও পড়ুন

প্রথম পাতা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status