প্রথম পাতা
বিশেষ গোষ্ঠী বা দলের নয় দেশ সবার
স্টাফ রিপোর্টার
১৮ ফেব্রুয়ারি ২০২৫, মঙ্গলবার
জুলাই-আগস্ট আন্দোলনের প্রেক্ষাপট তুলে ধরে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, স্বৈরাচারকে বিদায় করার জন্য যে প্রচেষ্টা ও উদ্যোগ, সমাজের প্রতিটি শ্রেণি- পেশার মানুষ সেদিন এক জায়গায় এসে দাঁড়িয়েছিলেন তাতে প্রমাণ হয়েছে, দেশটা আসলে সকলের। দেশটা কোনো বিশেষ গোষ্ঠী ও বিশেষ কোনো দলের না। দেশটি সবার। সোমবার রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউটে ‘আমরা বিএনপি পরিবার’-এর উদ্যোগে ’২৪-এর গণ-অভ্যুত্থানে আহত বিভিন্ন গণমাধ্যমে কর্মরত ফটোসাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। তারেক রহমান বলেন, এই দেশের মূল মালিক জনগণ।
কাজেই বাংলাদেশের জনগণের সেই অধিকার আছে। এই দেশ নিয়ে কী হবে না হবে, সেই সিদ্ধান্ত নেয়ার একমাত্র ক্ষমতা বাংলাদেশের মানুষের। আমরা মুখে সকলেই গণতন্ত্রের কথা বলি। সমগ্র পৃথিবীতে গণতান্ত্রিক ব্যবস্থা বলতে যা বোঝায় সেটি হচ্ছে- নির্বাচন। নির্বাচনের মাধ্যমেই জনগণ তাদের মতামত ব্যক্ত করে থাকেন, সেটি আগেই বলেছি আমি। সেটি ইউনিয়ন পরিষদ হোক, সেটি জাতীয় পর্যায়ের হোক। নির্বাচনের মাধ্যমেই জনগণ তাদের মতামত প্রকাশ করে থাকেন। নির্বাচনের মাধ্যমেই জনগণ সিদ্ধান্ত নিয়ে থাকে তারা কী চায়, নির্বাচনের মাধ্যমে জনগণ তার জবাব দিয়ে থাকে। তারা দেশকে কী বলতে চায়। তারা রাজনীতিবিদসহ সকলকে কী বলতে চায়, নির্বাচনের মাধ্যমেই জনগণ এসব কাজ করে থাকে। কাজেই জনগণের অধিকার যদি জনগণকে ফিরিয়ে দিতে হয়, দেশ কীভাবে কী হবে এ বিষয়ে সিদ্ধান্ত সম্পূর্ণ জনগণের।
তিনি বলেন, রাজনৈতিক স্বাধীনতা নিশ্চিত করতে হলে ভোটের অধিকারকে অবশ্যই নিশ্চিত করতে হবে। এখানে শুধু ভোটের অধিকার নিশ্চিত করলে চলবে না, একই সঙ্গে ভোট প্রয়োগের অধিকার নিশ্চিত করতে হবে। অর্থাৎ আমি যাতে আমার ভোটটি নির্ভয়ে দিতে পারি, আমি দেয়ার মাধ্যমে আমার পছন্দের প্রতিনিধিকে বাছাই করে আনতে পারি, সেই অধিকারটিও নিশ্চিত করতে হবে। ভোটের অধিকার নিশ্চিত করার পাশাপাশি ভোট প্রদানের অধিকারকেও নিশ্চিত করতে হবে।
‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক সাংবাদিক আতিকুর রহমান রুমনের সভাপতিত্বে সভায় বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী প্রমুখ উপস্থিত ছিলেন।