বাংলারজমিন
আলু চাষিদের কপালে দুশ্চিন্তার ভাঁজ
হাসান পিন্টু, লালমোহন (ভোলা) থেকে
১৮ ফেব্রুয়ারি ২০২৫, মঙ্গলবারভোলার লালমোহন উপজেলায় চলতি মৌসুমে আলুর বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে। আগামী এক মাসের মধ্যে চাষিরা ক্ষেত থেকে আলু তোলা শুরু করবেন। তবে বর্তমানে ব্লাস্ট রোগে আক্রান্ত হচ্ছে আলুর গাছ। চাষিরা এ রোগ থেকে গাছকে মুক্ত রাখতে ক্ষেতে নিয়মিত প্রয়োজনীয় কীটনাশক প্রয়োগের পাশাপাশি পরিচর্যা করছেন। তবে এবার আলুর দাম নিয়ে এই উপজেলার চাষিদের কপালে দুশ্চিন্তার ভাঁজ পড়েছে।
লালমোহন উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের পাঙাশিয়া এলাকার চাষি মো. নূর ইসলাম বলেন, বিগত ১৫ বছর ধরে আলু চাষ করছি। এ বছরও প্রায় ৪০ শতাংশ জমিতে আলু চাষ করেছি। চলতি বছর এই জমিতে আলু তোলা পর্যন্ত জমি, সার এবং কীটনাশক বাবদ ব্যয় হবে অন্তত ৬০ হাজার টাকা। আগামী এক মাসের মধ্যে ক্ষেত থেকে আলু তোলা শুরু করবো। তবে এবার বাজারে আলুর দাম গত বছরের চেয়ে কম। তাই পুরো জমির আলু তোলা শেষে সর্বোচ্চ ৭০ হাজার টাকা বিক্রি করতে পারবো।
তথ্যমতে, এ বছর লালমোহনে ৯৫০ হেক্টর জমিতে আলুর চাষ হয়েছে। যার মধ্যে মিষ্টি আলু চাষ হয়েছে ৪০০ হেক্টর জমিতে। চাষিদের আবাদ করা জমিতে ডায়মন্ড, সান সাইন, কমলা সুন্দরী এবং স্থানীয় জাতের আলু রয়েছে। চলতি মৌসুমে এই উপজেলায় মোট ২০ হাজার ১০০ টন আলু উৎপাদনের সম্ভাবনা রয়েছে। ইউনিয়নের দিক থেকে সবচেয়ে বেশি আলু চাষ হয়েছে পশ্চিম চরউমেদ ইউনিয়নে। এ বছর লালমোহনে অন্তত ১ হাজার ২৫০ জন কৃষক আলু চাষ করেছেন। পশ্চিম চরউমেদ ইউনিয়নের মো. খোরশেদ আলম ফরায়েজী নামে আরেক চাষি জানান, ১০ বছর ধরে আলু চাষ করছি। এ বছর ৪০ শতাংশ জমি নগদ রেখে আলু চাষ করেছি। বীজ নিজের হওয়ায় অন্যান্য চাষিদের থেকে আমার খরচ কিছুটা কম হয়েছে। তবুও এবার চাষ করা ৪০ শতাংশ জমির আলু তোলা পর্যন্ত প্রায় ৪০ হাজার টাকার মতো খরচ হবে। তবে বর্তমানে ক্ষেতে ব্লাস্ট রোগ দেখা দিয়েছে। যার ফলে গাছ পচে যাচ্ছে। কীটনাশক প্রয়োগ করে এই রোগ থেকে আলু গাছ রক্ষার চেষ্টা করছি। এ ছাড়া এ বছর বাজারে আলুর দামও কম। বর্তমানে বাজারে প্রতি মণ আলু ৭শ’ টাকার মতো। বাজার দর এমন থাকলে ৮০ হাজার টাকার বেশি আলু বিক্রি করতে পারবো না।
এ বিষয়ে লালমোহন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আবু হাসনাইন বলেন, উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে আলু চাষিদের নিয়মিত প্রয়োজনীয় পরামর্শ দেয়া হচ্ছে। এ ছাড়া এ বছর আলুর উৎপাদন অনেকটা ভালো। যার জন্য দাম কিছুটা কম, তবে চাষিদের লোকসান হবে না ইনশাআল্লাহ।