দেশ বিদেশ
ডেভিল হান্টে আরও ৫২৯ জন গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার
১৮ ফেব্রুয়ারি ২০২৫, মঙ্গলবারসন্ত্রাসী ও অপরাধীদের দমনে সারা দেশব্যাপী পরিচালিত অপারেশন ডেভিল হান্টে আরও ৫২৯ জন আসামিকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ ছাড়া অন্যান্য মামলা ও ওয়ারেন্টের ভিত্তিতে ৯৭৪ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার করা হয়েছে ১ হাজার ৫০৩ জনকে। অভিযানে অস্ত্রও উদ্ধার করা হয়েছে। গতকাল পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান।
তিনি বলেন, অপারেশন ডেভিল হান্ট ও অন্যান্য অপরাধে বুধবার রাত থেকে এখন পর্যন্ত এক হাজার ৫০৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এরমধ্যে অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার হয়েছে ৫২৯ জন।
পুলিশ সদর দপ্তর জানিয়েছে, আসামি গ্রেপ্তারের পাশাপাশি অস্ত্র উদ্ধার করেছেন অভিযান পরিচালনাকারী কর্মকর্তারা। সর্বশেষ ২৪ ঘণ্টার অভিযানে ১টি পিস্তল, দেশীয় তৈরি শুটার গান ১টি, পিস্তলের গুলির খোসা ১টি, লাল রংয়ের তাজা সিসার কার্তুজ ১টি, কার্তুজের খোসা ২টি, চাপাতি ১টি, রামদা ২টি, ছেনি ১টি, দা ২টি, ছোরা ৪টি, ধারালো চাকু ১টি, ধামা ২টি, স্টিলের তৈরি ব্যাটন ১টি, প্লাস ১টি, খেলনা পিস্তল ১টি।
উল্লেখ্য, গত ৮ই ফেব্রুয়ারি আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টার বৈঠকে ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালনার সিদ্ধান্ত হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ধানমণ্ডি ৩২ নম্বরের বাড়ি গুঁড়িয়ে দেয়াসহ বিভিন্ন স্থানে হামলা-ভাঙচুর এবং গাজীপুরে সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে ভাঙচুর ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনার সময় সরকার এই অভিযান চালানোর সিদ্ধান্ত নেয়।