খেলা
আর্জেন্টিনার কাছে ৬ গোল খাওয়া ব্রাজিলই চ্যাম্পিয়ন
স্পোর্টস ডেস্ক
(৩ সপ্তাহ আগে) ১৭ ফেব্রুয়ারি ২০২৫, সোমবার, ২:৩৬ অপরাহ্ন

আর্জেন্টিনার কাছে ৬-০ গোলের হারে শুরু হয় ব্রাজিলের অনূর্ধ্ব-২০ দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নশিপের যাত্রা। প্রতিযোগিতার শুরুটা লজ্জার হলেও শেষটা ফের রাঙালো সেলেসাওরা। রোববার রাতে ভেনেজুয়েলার গড়ায় ব্রাজিল ও আর্জেন্টিনার আলাদা ম্যাচ। চূড়ান্ত পর্বের শেষ ম্যাচে চিলির বিপক্ষে ৩-০ গোলের জয় তুলে নেয় ব্রাজিলিয়ানরা। এতে করে টানা দ্বিতীয় এবং মোট ১৩ বার যুবা কোপা আমেরিকার শিরোপা নিশ্চিত করে ব্রাজিল। অন্য ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে ৩-২ গোলে হারে আলবিসেলেস্তেরা।
চূড়ান্ত পর্বের শেষ ম্যাচের আগে ব্রাজিল ও আর্জেন্টিনা দু’দলেরই পয়েন্ট থাকে ১০। যার কারণে শেষ ম্যাচ দিয়েই নির্ধারিত হয় শিরোপা। জোসে অ্যান্তনিও স্টেডিয়ামে প্রথম ম্যাচে চিলির মুখোমুখি হয় ব্রাজিলের যুবারা। যদিও সেলেসাওদের ভালো রকমের জবাব দেয় চিলির যুবারা। এতে করে ম্যাচের ৭২ মিনিট পর্যন্ত গোলশূন্য থাকে ম্যাচটি। তবে শেষ ১৭ মিনিটে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় ব্রাজিল। ৭৩তম মিনিটে দলের প্রথম গোলটি করেন ডেভিড ওয়াশিংটন। পাঁচ মিনিটের ব্যবধানে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন চিলির ডিফেন্ডার ইভান রোমান। ৮৬তম মিনিটে দ্বিতীয় গোলটি করেন পেদ্রো। দুই মিনিটের মাথায় দলের তৃতীয় ও শেষ গোলটি করেন রিকার্ডো ম্যাথিয়াস। এই জয়ে আর্জেন্টিনার চেয়ে ৩ পয়েন্টে এগিয়ে থাকার পাশাপাশি ৪ গোল ব্যবধানে এগিয়ে যায় সেলেসাওরা। ব্রাজিল-চিলির ম্যাচের কিছুক্ষণ পর একই স্টেডিয়ামে নামে আর্জেন্টাইন যুবারা।
শিরোপা জিততে আলবিসেলেস্তেদের জয় তো প্রয়োজন ছিলই, কিন্তু তা তুলতে হতো ৪ গোলের ব্যবধানে। কঠিন মানসিক চাপের রাতে প্যারাগুয়ের বিপক্ষে প্রথমার্ধে পিছিয়ে পড়ে আর্জেন্টিনা। ১-০ গোলে বিরতি থেকে ফিরে ৪৭তম মিনিটে আরও এক গোল খায় আর্জেন্টাইন যুবারা। যদিও এরপর ৫২ থেকে ৬৬তম মিনিটে মাহের কারিজিওর দুই গোলে ম্যাচে ফেরে আলবিসেলেস্তেরা।
ম্যাচ শেষের বাঁশি বাজার আট মিনিট আগে প্যারাগুয়ের জয়সূচক গোলটি করেন দিয়েগো লিওন। নির্ধারিত সময়ের কয়েক মিনিট আগে গ্যালারির ছোট একটা অংশে ব্রাজিলের খেলোয়াড়দের উল্লাস আর উদযাপন শুরু হয়ে যায়। এর ফলে শুধু গোল ব্যবধান নয়, ৩ পয়েন্টে এগিয়ে থেকেই শিরোপা জেতে ব্রাজিলিয়ানরা। যুবা কোপা আমেরিকা খ্যাত এই টুর্নামেন্টটি সর্বাধিক ১৩ বার জিতেছে ব্রাজিল। দুইয়ে থাকা উরুগুয়ে শিরোপা ঘরে তুলেছে ৮ বার। ৫ বারের জয়ে তালিকার তিনে আর্জেন্টাইনরা।