অনলাইন
ব্রাজিলিয়ান দম্পতির ৮৪ বছরের দীর্ঘতম বিবাহিত জীবন স্থান পেলো গিনেস বুকে
মানবজমিন ডিজিটাল
(৩ সপ্তাহ আগে) ১৭ ফেব্রুয়ারি ২০২৫, সোমবার, ১২:০৮ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৬:০৮ অপরাহ্ন

ভালোবাসা হলো এক চিরন্তন শক্তি যা দূরত্ব, সময় এবং পরিস্থিতিকে অতিক্রম করে মানুষকে একত্রে আবদ্ধ করে। ব্রাজিলের এক দম্পতি প্রমাণ করেছেন ভালোবাসার কোনও সীমা নেই। তারা ৮৪ বছর ধরে বিবাহিত জীবন কাটাচ্ছেন এবং তাদের ১০০ জনেরও বেশি নাতি-নাতনি রয়েছে। ১৯৪০ সালে ব্রাজিলের সিয়ারার বোয়া ভেনচুরায় ম্যানোয়েল এবং মারিয়া একে অপরের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ম্যানোয়েল এবং মারিয়ার গল্প শুরু হয় ১৯৩৬ সালে। সেই সময় ম্যানোয়েল ব্রাজিলের ঐতিহ্যবাহী মিষ্টি 'র্যাপাডুরাস' আনতে গিয়ে পৌঁছায় বোয়া ভিয়াগেমের আলমেইডা অঞ্চলে। সেখানেই তার দেখা হয় মারিয়ার সঙ্গে। প্রথম দেখাতেই ম্যানোয়েল মারিয়ার প্রেমে পড়ে যান। তবে তখন তাকে কিছু বলে উঠতে পারেননি। ফের ১৯৪০ সালে তাদের ফের দেখা হয়। তখন ম্যানোয়েল তার মনের কথা প্রাণ খুলে মারিয়ার সামনে রাখেন। তখন থেকেই শুরু হয় তাদের যাত্রা। মারিয়ার মা প্রথমে তাদের এই সম্পর্ক মেনে নিতে চাননি। যার ফলে ম্যানোয়েল তার যোগ্যতা প্রমাণ করতে বাধ্য হন। ম্যানোয়েল কোমর বেঁধে নেমে পড়েন মারিয়ার যোগ্য হয়ে ওঠার জন্য। তাদের ভবিষ্যতের জন্য তিনি একটি বাড়ি তৈরি করেন। পরিবারের সম্মতি পাওয়ার পর তারা বিয়ে করেন। স্বামী এবং সন্তানদের নিয়ে ভরপুর সংসার মারিয়ার। ১০১ বছর বয়স হল তার। ম্যানোয়েলও ১০৫ বছরে পা দিয়েছেন। বর্তমানে ১৩ জন সন্তানের মধ্যে ন’জন বেঁচে রয়েছেন। নাতিপুতিদের সংখ্যা সব মিলিয়ে ১২৯। ৮৪ বছর ৭৭ দিন হাতে হাত রেখে পথ চলেছেন ম্যানোয়েল এবং মারিয়া।
গিনেস ওয়ার্ল্ড রেকর্ড অনুযায়ী, ম্যানোয়েল-মারিয়া বিশ্বের দীর্ঘতম বিবাহিত দম্পতি। নিত্যদিন আরও আরও প্রেমে পড়ছেন একে অপরের। আরও ১০০ বছর একসঙ্গে প্রেমে-বন্ধুত্বে কাটিয়ে দিতে পারেন তারা। লংজেভিকোয়েস্ট’ সংস্থার তরফে মারিয়ার কাছে প্রশ্ন রাখা হয়েছিল, ‘সুখী দাম্পত্যের রহস্য কী?’ মারিয়া তখন ম্যানোয়েলের দিকে তাকিয়ে। সামান্য হেসে মারিয়া উত্তর দেন, ‘ভালবাসা’।
সূত্র : হিন্দুস্থান টাইমস