প্রথম পাতা
পাসপোর্টে পুলিশ ভেরিফিকেশন বাতিল
স্টাফ রিপোর্টার
১৭ ফেব্রুয়ারি ২০২৫, সোমবার
পাসপোর্ট দেয়ার জন্য পুলিশ ভেরিফিকেশনের বিধান বাতিল করেছে সরকার। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, পাসপোর্ট পাওয়া নাগরিক অধিকার । প্রধান উপদেষ্টার জ্যেষ্ঠ সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ গতকাল তার ফেসবুক পেজে দেয়া এক পোস্টে এ কথা জানিয়েছেন। গতকাল ডিসি সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন। প্রধান উপদেষ্টার কার্যালয়ের শাপলা হলে আয়োজিত এক অনুষ্ঠানে এ সম্মেলনের উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এ সম্মেলন তিন দিন ধরে চলবে।
ড. মুহাম্মদ ইউনূস বলেন, পাসপোর্ট করতে পুলিশ ভেরিফিকেশন লাগবে না। এ ধরনের সিদ্ধান্তগুলো জনগণের কাছে পৌঁছে দিতে জেলা প্রশাসকদের প্রতি আহ্বান জানান তিনি। প্রধান উপদেষ্টা বলেন, পাসপোর্ট তো আমার নাগরিক অধিকারের একটা অধিকার। আমি চোর না ডাকাত সেটা পুলিশ আলাদাভাবে বিচার করবে। আমাকে যে জন্মসনদ দিয়েছেন সেটা তো কোনো পুলিশ ভেরিফিকেশন নিয়ে করেননি। আমাকে এনআইডি দিয়েছেন সেটাও কোনো পুলিশ ভেরিফিকেশন নিয়ে করেননি, নাগরিক হিসেবে পেয়েছি।
পাঠকের মতামত
পুলিশ ভেরিফিকেশন করার নামে, পুলিশের পকেট ভরানো বন্ধ হবে আলহামদুলিল্লাহ, ধন্যবাদ আমাদের প্রধান উপদেষ্টা এবং ধন্যবাদ মানবজমিনকে। বাংলাদেশে এগিয়ে যাক
হয়রানি ও দূর্নীতি কমার একটি সুযোগ সৃষ্টি হলো। আর যে সব জায়গায় এ ধরনের পরিবর্তন আনা সম্ভব সেগুলো দ্রুত করার অনুরোধ করছি।
Thanks for saving lots of citizen's money. At the same time feeling sorry for the related polices for their bribe cut! That is the benefit of having a Government without a political party. BNP/BAL wouldn't dare to take that brave step in favor of citizens.
নাগরিক হিসেবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। এসি ল্যান্ড ও ভূমি অফিসের দুর্নীতি দূর করতে পারলে বিপুল সংখ্যক মানুষকে স্বস্তি দেওয়া সম্ভব হবে।
ভালো সিদ্ধান্ত।
হয়রানি থেকে না হয় বাচলেন কিন্তু ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানরা যে গণ হারে রোহিঙ্গাদের বাংলাদেশী বানিয়ে পাসপোর্ট এর জন্য সুপারিশ করবে?এর সমাধান কি?ডিসি অফিসে গেলে ওখানেও কি বিড়ম্বনা থাকবে?