রাজনীতি
গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে নির্বাচনই একমাত্র পথ: ফখরুল
স্টাফ রিপোর্টার, ঠাকুরগাঁও থেকে
(৩ সপ্তাহ আগে) ১৬ ফেব্রুয়ারি ২০২৫, রবিবার, ৬:৩৯ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১:২২ অপরাহ্ন

ফাইল ফটো
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতন্ত্রের কোনো বিকল্প নেই। আর গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে নির্বাচন-ই একমাত্র পথ যার মাধ্যমে আমরা গণতন্ত্রে পৌঁছাতে পারি। আর সেটা আমাদের ক্রিকেট, ফুটবল, সাংস্কৃতিক, সামাজিক, সুশাসন প্রতিষ্ঠাসহ সর্বক্ষেত্রেই সেটাই একমাত্র পথ। সামনে এগিয়ে যাওয়ার। আমরা ভবিষ্যতে প্রজন্মকে এগিয়ে নিয়ে যেতে পারি। আসুন সেই লক্ষ্যে আমরা নতুন আরেকটা সংগ্রাম শুরু করি। রোববার বিকালে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয় মাঠে (বড় মাঠ) ঠাকুরগাঁও জেলা বিএনপির উদ্যোগে জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, আমাদের তরুণ ও ছাত্র-জনতা গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে যে নতুন বাংলাদেশ গড়ার সুযোগ সৃষ্টি করে দিলো। সেই সুযোগ যেন আমরা গ্রহণ করি। তাই খেলাধুলা, সংস্কৃতি, সামাজিক জীবন, শিক্ষাক্ষেত্রে সব সর্বক্ষেত্রেই আমরা নতুন বাংলাদেশ দেখতে পাই। তিনি বলেন, গত ১৫ বছর আমরা ভয়ংকর সময় পার করেছি। একটা পাথর আমাদের বুকে ছিল। সেই পাথর আমাদের খেলার মাঠগুলোকে ধ্বংস করে দিয়েছে। আমাদের ফুটবল-ক্রিকেটসহ ক্রীড়াঙ্গন ও সাংস্কৃতিক অঙ্গনকে ধ্বংস করে দিয়েছে।
মির্জা ফখরুল বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিক নির্দেশনায় আজকে সারা বাংলাদেশ ফুটবল টুর্নামেন্ট করা হচ্ছে। জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টে রংপুর বিভাগের ৮ জেলার বিএনপির ৮টি দল অংশগ্রহণ করেন এবং আগামী ২৭ ফেব্রুয়ারি ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে বলে জানান খেলা আয়োজক কমিটির নেতৃবৃন্দ। উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করেন দিনাজপুর জেলা বিএনপি বনাম পঞ্চগড় জেলা বিএনপি। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও দলের কেন্দ্রীয় কমিটির ক্রীড়া সম্পাদক মো. আমিনুল হক, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ভাইস-চেয়ারম্যান ও দলের কেন্দ্রীয় কমিটির পল্লী ও সমবায় বিষয়ক সম্পাদক মো. ফরহাদ হোসেন আজাদ, দলের কেন্দ্রীয় কমিটির সদস্য ও ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন, বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় সৈয়দ রুম্মান বিন ওয়ালী সাব্বির, ঠাকুরগাঁও পৌর বিএনপির সভাপতি ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ফুটবল লীগ পরিচালনা কমিটির সদস্য মো. শরিফুল ইসলাম শরিফ সহ ঠাকুরগাঁও জেলা বিএনপির বিভিন্ন নেতৃবৃন্দ।
পাঠকের মতামত
গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপ হচ্ছে চাঁদাবাজিতে চ্যাম্পিয়ন হওয়া। আপনাদের মুখে চাঁবাজি বন্ধের কোন হুশিয়ারি শুনলাম না, শুধু নির্বাচন নির্বাচন । বিষয়টি এতদিনে বুঝলাম। ক্ষমতায় যাওয়া ছাড়া চাঁবাজিদে অসুবিধা হচ্ছে। ক্ষমতায় গেলে পুর্ণ শক্তি নিয়ে চাঁদাবাজি শুরু করবে বলে মনে হচ্ছে। নেতাকর্মীদের কন্ট্রোল করতে তো দূরের কথা, চাঁদাবাজি সম্পর্কে একদম চুপ। অথচ মাইকিং করেও চাঁদাবাজি করা হচ্ছে।
গত 15 বছর কেন প্রাতিষ্ঠানিক রূপ দেন নাই?
রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সমূহ আগে ঠিক করা হোক। প্রয়োজনীয় আইনি সংস্কার করা হোক। তারপর নির্বাচন।
Well