রাজনীতি
ঐকমত্য কমিশনের বৈঠকে অংশ নেবে জামায়াত
স্টাফ রিপোর্টার
(১ মাস আগে) ১৫ ফেব্রুয়ারি ২০২৫, শনিবার, ১:৫৩ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০৫ পূর্বাহ্ন
জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে দলটির ৫ সদস্য বিশিষ্ট প্রতিনিধি অংশগ্রহণ করবেন। শনিবার বিকাল ৩টায় বৈঠকে অংশ নেবেন তারা।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন জাতীয় ঐকমত্য কমিশন গঠিত হয়। আজ কাজ শুরু করবে কমিশন। এর অংশ হিসেবে এদিন রাজনৈতিক দলগুলোর সঙ্গে কমিশনের প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে।
ওই বৈঠকে প্রতিনিধি হিসেবে জামায়াতে ইসলামীর নেতাদের মধ্যে ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের, এ এইচ এম হামিদুর রহমান আজাদ, সাইফুল আলম খান মিলন, অ্যাডভোকেট মশিউল আলম অংশ নিতে পারেন বলে জানা গেছে।
এদিকে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে একইদিন বৈঠক করবে বিএনপি।