ঢাকা, ১৯ মার্চ ২০২৫, বুধবার, ৪ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ রমজান ১৪৪৬ হিঃ

রাজনীতি

আগে জাতীয় নির্বাচন চান রুহুল কবির রিজভী

স্টাফ রিপোর্টার

(১ মাস আগে) ১৫ ফেব্রুয়ারি ২০২৫, শনিবার, ১২:০৪ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:০৮ পূর্বাহ্ন

mzamin

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘জাতীয় সংসদ নির্বাচন, যে নির্বাচনের মাধ্যমে সরকারের পরিবর্তন হয়। এখন সেই মূল কাজটা বাদ দিয়ে আমরা যদি সাবসিডি কাজগুলো প্রথমে শুরু ‍করে দিই তাহলে সেটা গ্রহণযোগ্য নয়। এটা হতে পারে না। অনেকে পূর্বের উদাহরণ দেয়। পূর্বের উদাহরণ আর ড. মুহাম্মদ ইউনূস সরকারের উদাহরণ তো এক হতে পারে না। সেটা এক হবে কেন? বিপ্লবের ফলে এটা তো একটা জনসমর্থিত সরকার। এই সরকারকে নিশ্চিত করতে হবে একটা অবাধ ও সুষ্ঠু নির্বাচন। পার্লামেন্টারি নির্বাচন, যেটাতে জনগণ ভোট দিতে পারে। সেই আস্থাটা ফিরিয়ে দিতে হবে।’

শনিবার সকালে স্থপতি ইনস্টিটিউটের উদ্যোগে আয়োজিত গোল টেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, ‘রাষ্ট্রক্ষমতা যার হাতে তিনি ইচ্ছে করলে সবকিছু করতে পারেন। আমার মনে হয়, এই জায়গাটা আগে নিশ্চিত করতে হবে। ভোটের সময়, বিশেষ করে জাতীয় নির্বাচনের সময় এমন একটা পদ্ধতি থাকা দরকার যারা সরকারে থাকবে, সেই সরকারটা অবশ্যই নিরপেক্ষ থাকবে।’

দলীয় সরকারে হস্তক্ষেপের সম্ভাবনা উল্লেখ করে তিনি আরও বলেন, ‘দলীয় সরকার থাকলে নির্বাচনে সমূহ সম্ভাবনা আছে হস্তক্ষেপ করার। যেটার গত ১৫-১৬ বছরে এটা প্রমাণিত হয়েছে। যেসব রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করবে তাদের দরকার মানসিক পরিবর্তনের।’

রুহুল কবির রিজভী বলেন, ‘যিনি রাষ্ট্রক্ষমতায় থাকবেন তার মনমানসিকতা যদি অবাধ ও সুষ্ঠু নির্বাচনে অনুকূলে না হয়, তাহলে আমি কখনই অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে পারবেন না। এজন্য আমি প্রথমে বলেছিলাম-বিষয়টা শুধু আইনি সংস্কার নয়।’

পাঠকের মতামত

সত্যি কথা বলতে ভেবেছিলাম এইবার হয়তো শেষ একটা সুযোগ এসেছে জুলাই-আগস্টের বিপ্লবের পরে দেশকে নতুনভাবে গড়ার কিন্তু মনে হচ্ছে যেই লাউ সেই কদুতেই আবার আটকে যেতে যাচ্ছি আমরা আগামীতে। এই দেশের জনগণের জন্য বেশ খারাপ লাগছে ইদানিং বিশেষ করে রাজনীতিবিদদের আচরণে যেহেতু নিজে দেশ ছেড়ে যাচ্ছি কিছুদিনের মধ্যেই।

কবির হোসেন
১৫ ফেব্রুয়ারি ২০২৫, শনিবার, ৫:২১ অপরাহ্ন

সবার আগে জাতীয় সংসদ নির্বাচন হতে হবে, যার মাধ্যমে দেশ গণতন্ত্রের পথে যাত্রা শুরু করবে। স্থানীয় সরকার নির্বাচন হল রাজনৈতিক সরকারের অধীনে স্থানীয় সরকার বন্দোবস্ত, তাই এই নির্বাচন অবশ্যই পরে সুবিধাজনক সময়ে করা যেতে পারে। নির্বাচন কমিশন ও সেই মতামত দিয়েছে।

Parnel
১৫ ফেব্রুয়ারি ২০২৫, শনিবার, ৫:০৫ অপরাহ্ন

মানুষ ছোটে ছোট কাজ থেকে বড় কাজ করার অভিজ্ঞতা অর্জন করতে চায়। আর আমরা একবারেই জাতীয় নির্বাচন করতে বলি? তাহলে তো এই কাজে ভূল হবে? তাই কোন ভাবেই যেন জাতীয় নির্বাচন আগে না হয়। আগে ইউনিয়ন পরিষদ নির্বাচন, পৌরসভা ও সিটি কর্পোরেশন পরে জাতীয় নির্বাচন করা উচিত।

M.S.A bABU
১৫ ফেব্রুয়ারি ২০২৫, শনিবার, ২:১৩ অপরাহ্ন

আগে স্হানীয় সরকার নির্বাচন চাই।

MD REZAUL KARIM
১৫ ফেব্রুয়ারি ২০২৫, শনিবার, ১:২৬ অপরাহ্ন

রাজনীতি থেকে আরও পড়ুন

আরও খবর

রাজনীতি সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status