রাজনীতি
কিছু রাজনৈতিক দল নির্বাচন নিয়ে টালবাহানা করছে: আব্বাস
স্টাফ রিপোর্টার
(৩ সপ্তাহ আগে) ১৪ ফেব্রুয়ারি ২০২৫, শুক্রবার, ৪:৪২ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১:০৯ অপরাহ্ন

বিভ্রান্তিমূলক কথা বলে কিছু রাজনৈতিক দল নির্বাচন নিয়ে টালবাহানা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
শুক্রবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে মহানগর দক্ষিণ বিএনপির এক অনুষ্ঠানে তিনি এই অভিযোগ করেন। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য নবায়ন কর্মসূচির উদ্বোধন উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মির্জা আব্বাস বলেন, ‘নির্বাচন নিয়ে কথা বলছেন, কখনও বলেন যাবেন না, কখনো বলেন যাবেন, কখনো বলেন, এটা হলে যাবো, কখনো বলেন ওটা হলে যাবো। আরে ভাই-আপনাদের ভুল সিদ্ধান্তের কারণে ২০০৮ সালে বিএনপি এবং আমাদের জোট নির্বাচনে গিয়েছিলো। তার ফলশ্রুতিতে বাংলাদেশের অনেক নামি-দামি, অনেক বিখ্যাত-প্রখ্যাত মানুষকে প্রাণ দিতে হয়েছে ফাঁসির কাষ্ঠে। ওই রকম ভুল আর করবেন না দয়া করে। একটি ভুল লাখ লাখ মানুষের জীবন কেড়ে নিতে পারে। সুতরাং নির্বাচন নিয়ে কোনো টালবাহানা করবেন না। এটা আমি সরকারকে বলছি না, আমি বলছি-এই সরকারকে বিভ্রান্ত করার জন্য বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্নভাবে নির্বাচন নিয়ে কথা বলছেন। এই সরকারকে অস্থিতিকর অবস্থায় ফেলে দিচ্ছেন।’
তিনি বলেন, ‘আমরা এই সরকারকে বলতে চাই-আপনারা ডিসেম্বরের ঘোষণা দিয়েছেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিন। আমরা সব সময় নির্বাচনের জন্য প্রস্তুত ইনশাআল্লাহ। যারা নির্বাচনকে ব্যাহত করার জন্য, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য চেষ্টা করছেন, পক্ষান্তরে তারা দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বকে ধ্বংস করার জন্য চেষ্টা করছেন, এ দেশের মানুষের কথা বলার অধিকার হরণ করার চেষ্টা করছেন, এ দেশের মানুষের ভোটের অধিকার হরণ করার জন্য চেষ্টা করছেন। আপনাদের বলব, দয়া করে এ সমস্ত কাজ থেকে বিরত থাকুন।’
আব্বাস বলেন, ‘অনেকে বলেন-নির্বাচনের আগে বিচার শেষ করতে হবে। ভাই বিচার শেষ করে নির্বাচন করবেন এটা কি সম্ভব? তিন মাসের মধ্যে তড়িঘড়ি করে আপনারা বিচার করবেন, পারলে করেন, কোনো অসুবিধা নেই। তিন মাসের মধ্যে বিচার করেন অবিচার নয়, বিচার করতে হবে।’
তিনি বলেন, ‘রমজানকে সামনে রেখে জিনিসপত্রের দাম বাড়ছে বা বাড়ার প্রস্তুতি চলছে। সিন্ডিকেট তাদের কাজ করেই যাচ্ছে, সিন্ডিকেট তাদের কাজ বন্ধ করেনি। সরকারের পরিবর্তন হয়েছে কিন্তু সিন্ডিকেটের কোনো পরিবর্তন হয় নাই এবং এরা এই সরকারকে একটি বিব্রতকর অবস্থায় ফেলে দেয়ার চেষ্টা করছে।’
দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল ইসলাম মজনুর সভাপতিত্বে ও সদস্য সচিব তানভীর আহমেদ রবিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, আবদুস সালাম আজাদ, শিল্প বিষয়ক সম্পাদক আলহাজ্ব সালাউদ্দিন আহমেদ, নির্বাহী কমিটির সদস্য হাবিবুর রশীদ হাবিব, মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাসসহ মহানগর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পাঠকের মতামত
Let Dr. Yunus lead us to Reform. We do not want Corruption, Chanda bazi, Tender bazi and Mohalla bazi. We need honest society. Dr. Yunus take at least 5 years. Allah will be with you.