অনলাইন
ভোলায় ওসি আরমানসহ ৩৬ জনের বিরুদ্ধে হত্যা মামলা
ভোলা প্রতিনিধি
(২ সপ্তাহ আগে) ৪ আগস্ট ২০২২, বৃহস্পতিবার, ৫:১২ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ২:১৪ অপরাহ্ন

ভোলা সদর থানার ওসি (তদন্ত) আরমান হোসেনকে প্রধান আসামি করে ৩৬ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের হয়েছে। নিহত স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রহিমের স্ত্রী খাদিজা বেগম বাদী হয়ে ভোলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে হত্যা মামলাটি দাখিল করেন। এরই প্রেক্ষিতে হত্যার ঘটনা নিয়ে থানায় রক্ষিত মৃত্যু সংক্রান্ত যাবতীয় তথ্যাদি আগামী ৮ই সেপ্টেম্বর এর মধ্যে আদালতে প্রেরণের নির্দেশ দেন ভোলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আলী হায়দার কামাল। আগামী ৮ই সেপ্টেম্বর অধিকতর শুনানি শেষে মামলার বাকি আদেশ দিবেন বলে আদালত সূত্রে জানা যায়। এদিকে ভোলা ছাত্রদল সভাপতির লাশবাহী গাড়ি ভোলার উদ্দেশ্যে রওয়ানা দিয়েছে। রাত ৯টায় শহরের চরনেওয়াবাদ আলতাজের রহমান কলেজের মাঠে জানাজা অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছে ভোলা জেলা বিএনপি।
পাঠকের মতামত
we are hopeful to be right judgement.
আরমানের গলায় ফাসি চাই ।
ভোলা সদর থানার ওসি (তদন্ত) আরমান হোসেনের অনতিবিলম্বে ফাসি চাই ।
আমি এই কথা জানতে চাই পুলিশ কার হুকুমে গুলি চলিয়েছে।
এ সরকারের আমলে পুলিশ ভাইযে কত হিংস তা জানি।
পুলিশের জবাবদিহিতা কোথায়?
শুধু পুলিশ পুলিশ করেন কেন এখন আর পুলিশ বলতে কিছু নাই এরা পোষাকধারী সরকারি আওয়ামী লীগ
পুলিশের পখ্খপাত আচরনে মনেহচ্ছে পলিশ এখন পুলিশলীগ
পুলিশকে বিচারের আওতায় আনা হোক
পুলিশের বেশি বাড়াবাড়ি করা ঠিক নয়, তাদের মানুষ মারার অধিকার কে দিয়েছে। পুলিশ প্রজাতন্ত্রের কর্মচারী সেটা তাদের মাথায় রাখা প্রয়োজন
অতি উৎসাহী পুলিশদের দৃষ্ঠান্ত মূলক শান্তি সময়ের দাবি
পুলিশ মিছিলের সামনে বা পশ্চাতে থাকতে পারে, যেন শৃঙ্খলা বজায় থাকে। যদি আন্দোলনকারীরা উত্তেজনা সৃষ্টি করে, তাহলে প্রথম হালকা শক্তি প্রয়োগ, টিয়ার সেল, জলকামান ব্যবহার করতে পারে। তারপর রাবার বুলেট, ফাঁকা গুলি করতে পারে। কিন্তু প্রথম, ২য়, ৩য় অপশন বাদ দিয়ে সরাসরি আন্দোলনকারীদের উপর গুলি চালানোর বৈধতা কোথায় পেল পুলিশ ?? এর জবাব দিবে কে ??
পুলিশকে কখন কখন টি শার্ট পরতে হয়। টি শার্ট পরা পুলিশ বেশি এগ্রেশীভ।
যে কারো মিছিলে গুলি নিক্ষেপ অমানবিক।হোক সে বিএনপি,লীগ বা জাতীয় পার্টি। আশা করি বাদীপক্ষ সুবিচার পাবে