বিবিধ
শার্পনার ২০২৫: তরুণ ক্রিয়েটিভদের সাফল্যের মঞ্চ
(১ মাস আগে) ১০ ফেব্রুয়ারি ২০২৫, সোমবার, ৪:১৮ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৪:১৯ অপরাহ্ন

অ্যাডভার্টাইজিং এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (AAAB) আয়োজিত দেশের অন্যতম প্রতিযোগিতা ‘শার্পনার ২০২৫’-এ চূড়াš জয় অর্জন করলো বিজ্ঞাপন সংস্থা মাইটি’র ‘বন লি’ দল। ঢাকায় অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় ১২টি বিজ্ঞাপনী সংস্থা অংশগ্রহণ করে।
বিজয়ী দলের সদস্য বন্ধন দাস ও ফজলে রাব্বি এবার ‘টিম ঢাকা’ হিসেবে বাংলাদেশের প্রতিনিধিত করবেন এশিয়া প্যাসিফিক অ্যাডফেস্ট ২০২৫-এর ‘ইয়াং লোটাস’ ওয়ার্কশপে । এবারের ইয়াং লোটাস ওয়াকশপ ২০২৫ আয়োজন করছে বিশখ্যাত বিজ্ঞাপনী সংস্থা ডেন্টস (dentsu)। এটি পরিচালনা করবেন এশিয়া প্যাসিফিক অ্যাক্রেডিটেশন
কো-অপারেশন (APAC)-এর চেয়ার অ্যালিস চৌ; তাইওয়ান ডেন্টস ক্রিয়েটিভ কাউন্সিল ও সিসিও, ডেন্টস
ক্রিয়েটিভ অ্যান্ড ডেন্টস-এমবি তাইওয়ান এবং হিতোশি হামাগুচি (President of APAC Prac3ces Ges Prac3ce
President of Crea3ve APAC)।
এই বছরের থিম হলো- “The Collision of Crea3vity, Crea3vity++”, যেখানে আগামী প্রজন্মের ক্রিয়েটিভদের নতুন চিন্তাধারা গ্রহণ, বৈচিত্র্যময় দৃষ্টিভঙ্গি উদযাপন এবং সাহসী ও ভিন্নধর্মী ভাবনা অনুসরণ করতে উৎসাহিত করা হবে।
ইয়াং লোটাস ওয়ার্কশপ ২০২৫ অনুষ্ঠিত হবে ১৮-২০ মাচ (মঙ্গলবার-বৃহস্পতিবার), থাইল্যান্ডের পাতায়ায়, রয়্যাল ক্লিফ হোটেলস গ্রুপ-এ।
ওয়ার্কশপে অংশগ্রহণকারীরা ADFEST ২০২৫-এও অংশগ্রহণ করবেন, যা ২০-২২ মাচ ২০২৫ (বৃহ¯পতিবার- শনিবার) অনুষ্ঠিত হবে। যেখানে এশিয়া-প্যাসিফিক-এর বিভিন দেশের সেরা তরুণ ক্রিয়েটিভরা অংশ নেবেন।
‘শার্পনার ২০২৫’ প্রতিযোগিতার বিচারক হিসেবে দায়িত পালন করেছেন আকরুম হোসাইন শাহিন (চিফ ক্রিয়েটিভ অফিসার, পপফাইভ), সাইফুল আজম মুকুল (এক্সিকিউটিভ ক্রিয়েটিভ ডিরেক্টর, গে ঢাকা) ও তৌফিক মাহমুদ (এক্সিকিউটিভ ক্রিয়েটিভ ডিরেক্টর, মিডিয়াকম)।
এ বছর প্রতিযোগিতাটি অঅঅই-এর নতুন ইসি কমিটির উদ্যোগে আয়োজিত হয়েছে। বিগত বছরগুলোতে AAAB
এবং ADVERTISING CLUB DHAKA যৌথভাবে এই আয়োজনটি করতো।
উল্লেখ্য যে, ৩০ বছরের কম বয়সী এবং বিজ্ঞাপনের কপিরাইটিং, কনসেপ্ট বা আটে কমপক্ষে ১ বছরের কাজের অভিজ্ঞতা রয়েছে এমন ব্যক্তিদের নিয়ে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। অঅঅই-এর এই আয়োজন দেশের তরুণ ক্রিয়েটিভদের দক্ষতা উন্নয়ন ও আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের অবস্থান সুসংহত করার লক্ষ্যে পরিচালিত হচ্ছে। ‘শার্পনার ২০২৫’-এর বিজয়ী ‘মাইটি’র ‘বন লি’ দল তাদের সৃজনশীলতা ও প্রতিভার মাধ্যমে বাংলাদেশের বিজ্ঞাপনশিল্পকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে বলে আয়োজকরা আশাবাদী।