ঢাকা, ২৬ মার্চ ২০২৫, বুধবার, ১২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ, ২৫ রমজান ১৪৪৬ হিঃ

বিবিধ

শার্পনার ২০২৫: তরুণ ক্রিয়েটিভদের সাফল্যের মঞ্চ

(১ মাস আগে) ১০ ফেব্রুয়ারি ২০২৫, সোমবার, ৪:১৮ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৪:১৯ অপরাহ্ন

mzamin

অ্যাডভার্টাইজিং এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (AAAB) আয়োজিত দেশের অন্যতম প্রতিযোগিতা ‘শার্পনার ২০২৫’-এ চূড়াš জয় অর্জন করলো বিজ্ঞাপন সংস্থা মাইটি’র ‘বন লি’ দল। ঢাকায় অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় ১২টি বিজ্ঞাপনী সংস্থা অংশগ্রহণ করে।


বিজয়ী দলের সদস্য বন্ধন দাস ও ফজলে রাব্বি এবার ‘টিম ঢাকা’ হিসেবে বাংলাদেশের প্রতিনিধিত করবেন এশিয়া প্যাসিফিক অ্যাডফেস্ট ২০২৫-এর ‘ইয়াং লোটাস’ ওয়ার্কশপে । এবারের ইয়াং লোটাস ওয়াকশপ ২০২৫ আয়োজন করছে বিশখ্যাত বিজ্ঞাপনী সংস্থা ডেন্টস (dentsu)। এটি পরিচালনা করবেন এশিয়া প্যাসিফিক অ্যাক্রেডিটেশন
কো-অপারেশন (APAC)-এর চেয়ার অ্যালিস চৌ; তাইওয়ান ডেন্টস ক্রিয়েটিভ কাউন্সিল ও সিসিও, ডেন্টস
ক্রিয়েটিভ অ্যান্ড ডেন্টস-এমবি তাইওয়ান এবং হিতোশি হামাগুচি (President of APAC Prac3ces Ges Prac3ce
President of Crea3ve APAC)।

এই বছরের থিম হলো- “The Collision of Crea3vity, Crea3vity++”, যেখানে আগামী প্রজন্মের ক্রিয়েটিভদের নতুন চিন্তাধারা গ্রহণ, বৈচিত্র্যময় দৃষ্টিভঙ্গি উদযাপন এবং সাহসী ও ভিন্নধর্মী ভাবনা অনুসরণ করতে উৎসাহিত করা হবে।


ইয়াং লোটাস ওয়ার্কশপ ২০২৫ অনুষ্ঠিত হবে ১৮-২০ মাচ (মঙ্গলবার-বৃহস্পতিবার), থাইল্যান্ডের পাতায়ায়, রয়্যাল ক্লিফ হোটেলস গ্রুপ-এ।

ওয়ার্কশপে অংশগ্রহণকারীরা ADFEST ২০২৫-এও অংশগ্রহণ করবেন, যা ২০-২২ মাচ ২০২৫ (বৃহ¯পতিবার- শনিবার) অনুষ্ঠিত হবে। যেখানে এশিয়া-প্যাসিফিক-এর বিভিন দেশের সেরা তরুণ ক্রিয়েটিভরা অংশ নেবেন।


‘শার্পনার ২০২৫’ প্রতিযোগিতার বিচারক হিসেবে দায়িত পালন করেছেন আকরুম হোসাইন শাহিন (চিফ ক্রিয়েটিভ অফিসার, পপফাইভ), সাইফুল আজম মুকুল (এক্সিকিউটিভ ক্রিয়েটিভ ডিরেক্টর, গে ঢাকা) ও তৌফিক মাহমুদ (এক্সিকিউটিভ ক্রিয়েটিভ ডিরেক্টর, মিডিয়াকম)।

এ বছর প্রতিযোগিতাটি অঅঅই-এর নতুন ইসি কমিটির উদ্যোগে আয়োজিত হয়েছে। বিগত বছরগুলোতে AAAB
এবং ADVERTISING CLUB DHAKA যৌথভাবে এই আয়োজনটি করতো।

উল্লেখ্য যে, ৩০ বছরের কম বয়সী এবং বিজ্ঞাপনের কপিরাইটিং, কনসেপ্ট বা আটে কমপক্ষে ১ বছরের কাজের অভিজ্ঞতা রয়েছে এমন ব্যক্তিদের নিয়ে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। অঅঅই-এর এই আয়োজন দেশের তরুণ ক্রিয়েটিভদের দক্ষতা উন্নয়ন ও আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের অবস্থান সুসংহত করার লক্ষ্যে পরিচালিত হচ্ছে। ‘শার্পনার ২০২৫’-এর বিজয়ী ‘মাইটি’র ‘বন লি’ দল তাদের সৃজনশীলতা ও প্রতিভার মাধ্যমে বাংলাদেশের বিজ্ঞাপনশিল্পকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে বলে আয়োজকরা আশাবাদী।
 

বিবিধ থেকে আরও পড়ুন

আরও খবর

বিবিধ সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status