রাজনীতি
আব্দুর রউফের মৃত্যুতে জামায়াত আমীরের শোক
জাতি একজন আইন বিশেষজ্ঞ হারালো
স্টাফ রিপোর্টার
(১ মাস আগে) ৯ ফেব্রুয়ারি ২০২৫, রবিবার, ৪:১৮ অপরাহ্ন
সাবেক প্রধান নির্বাচন কমিশনার ও সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি মুহাম্মদ আব্দুর রউফের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। তিনি বলেন, তার মৃত্যুতে জাতি একজন অত্যন্ত আদর্শবান, দেশপ্রেমিক, উদার গণতন্ত্রমনা, আইন বিশেষজ্ঞ, ন্যায় বিচারক ও একজন ইসলামী ব্যক্তিত্বকে হারালো। রোববার এক বাণীতে শোক প্রকাশ করে তিনি এসব কথা বলেন।
শফিকুর রহমান বলেন, আইন এবং আদালত অঙ্গনে বিচারপতি মুহাম্মদ আব্দুর রউফ দীর্ঘ আইনগত পেশা জীবনে পেশাদারিত্ব, স্বচ্ছতা এবং দায়িত্ববোধের যে উদাহরণ স্থাপন করেছেন তা একেবারেই বিরল। আমার জানা মতে সত্যিকারের মজলুমদের পাশে দাঁড়াতে তিনি কখনো কারো সন্তুষ্টি-অসন্তুষ্টির পরওয়া করেননি। অনেক ক্ষেত্রে চ্যালেঞ্জ মাথায় নিয়ে আইনি সহযোগিতা প্রদান করেছেন। মজলুমের পক্ষে তার এ লড়াই ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। মজলুমদের পক্ষ থেকে আমি তাকে গভীর কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি।
তিনি বলেন, আব্দুর রউফ প্রধান নির্বাচন কমিশনার থাকাকালে ১৯৯১ সালে জাতিকে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন উপহার দিয়েছিলেন, যে নির্বাচন দেশ-বিদেশে সকলের নিকট গ্রহণযোগ্যতা পেয়েছিলো। তার নিরপেক্ষতা, সততা ও যোগ্যতা ছিলো প্রশ্নাতীত।
জামায়াত আমীর বলেন, দীর্ঘ ১৫ বছরের ফ্যাসিজমের পর বর্তমানে দেশে গণতন্ত্র, আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠার সূচনালগ্নে তার মতো একজন প্রতিভাবান অভিভাবকের বড় প্রয়োজন ছিল। তার মৃত্যুতে জাতি অত্যন্ত আদর্শবান, দেশপ্রেমিক, উদার গণতন্ত্রমনা, আইন বিশেষজ্ঞ, ন্যায় বিচারক ও একজন ইসলামী ব্যক্তিত্বকে হারালো।
তিনি বলেন, মহান আল্লাহ রাব্বুল আলামীন তার সকল ভুলত্রুটি মাফ করে দিন, তার নেক আমলসমূহ কবুল করুন এবং তাকে জান্নাতে উচ্চ মাকাম দান করুন। আমি তার শোকাহত পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি এবং দোয়া করছি আল্লাহ তাদের এ বিরাট শোক সহ্য করার তাওফিক দান করুন।
ওদিকে বিচারপতি মোহাম্মদ আব্দুর রউফের মৃত্যুর সংবাদ শুনেই তাকে দেখতে হাসপাতালে ছুটে যান জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। এসময় তিনি শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান। একই সঙ্গে মরহুমের রূহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহর দরবারে দোয়া করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের নায়েবে আমীর এডভোকেট হেলাল উদ্দিন, উত্তরের প্রচার মিডিয়া সম্পাদক আতাউর রহমান সরকার, দক্ষিণের সহকারী প্রচার মিডিয়া সম্পাদক আ.সাত্তার সুমন, বিশিষ্ট চিকিৎসক ডা. রহুল আমিন প্রমুখ।