ঢাকা, ১২ মার্চ ২০২৫, বুধবার, ২৭ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ, ১১ রমজান ১৪৪৬ হিঃ

বাংলারজমিন

যশোরে সংবাদপত্র হকার্স ইউনিয়নের মিলনমেলা

স্টাফ রিপোর্টার, যশোর থেকে
৯ ফেব্রুয়ারি ২০২৫, রবিবার

সকল ব্যথা-বেদনা ও সুখ-দুঃখ ভুলে এক অন্যরকম আনন্দে মেতেছিলেন যশোর সংবাদপত্র হকার্স ইউনিয়নের সদস্যরা। আর সেই আনন্দে বাড়তি মাত্রা যোগ করেছিলেন যশোরের জেলা প্রশাসক আজাহারুল ইসলাম। এই আনন্দমেলায় অংশ নেন যশোরের ডিডিএলজি রফিকুল হাসান, জিলা পরিষদের সিইও আসাদুজ্জামান, যশোর প্রেস ক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুন, দৈনিক লোকসমাজের প্রকাশক শান্তুনু ইসলাম সুমিত, যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি একরামুদ্দৌলাহ, যশোর চেম্বারের সভাপতি মিজানুর রহমান খান, সাধারণ সম্পাদক তানভিরুল ইসলাম সোহান, বিএফইউজের যুগ্ম মহাসচিব দৈনিক মানবজমিন পত্রিকার স্টাফ রিপোর্টার নূর ইসলাম, হকার্স ইউনিয়নের সভাপতি আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক জিলহজ্জ, জেইউজের সাধারণ সম্পাদক এস এম ফরহাদ, ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এম আর খান মিলনসহ হকার্স ইউনিয়নের প্রায় দুই শতাধিক সদস্য। এ সময় প্রধান অতিথির বক্তৃতায় জেলা প্রশাসক  বলেন, এ জেলার ৩১ লাখ মানুষের সেবক হিসেবে আমাকে সরকার এই জেলায় দিয়েছেন। আমার কাজ হচ্ছে জেলার সুবিধাবঞ্চিত মানুষের দোরগোড়ায় সরকারের প্রদেয় সেবাসমূহ  পৌঁছে দেয়া। এই সুবিধাবঞ্চিত মানুষগুলোকে উন্নয়নের মেইন স্টিমে আনা। জুলাই বিপ্লবের পর দেশে যে পরিবর্তন সাধিত হয়েছে সেই পরিবর্তনকে ধরে রাখতে হবে। মনে রাখতে হবে সমাজের সকলকে নিয়েই এগিয়ে যেতে হবে। 
উন্নয়নের চাকাকে সামনের দিকে এগিয়ে নিতে হলে সম্মিলিত প্রচেষ্টার কোনো বিকল্প নেই। পরে জেলা প্রশাসকসহ উপস্থিত অতিথিবৃন্দ হকার্স ইউনিয়নের সকল সদস্যের মধ্যে শীতবস্ত্র  বিতরণ করেন।

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status