দেশ বিদেশ
ইরানের ওপর সর্বোচ্চ চাপ দেবে যুক্তরাষ্ট্র
মানবজমিন ডেস্ক
৯ ফেব্রুয়ারি ২০২৫, রবিবার
ক্ষমতায় আসার পরই ইরানের ওপর চাপ দেয়া শুরু করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। তিনি চান ইরানের হাতে যেন কোনো পারমাণবিক অস্ত্র না থাকে। তবে এতে বিস্মিত হয়নি ইরান কর্তৃপক্ষ। তারা সাফ জানিয়ে দিয়েছেন- তাদের এমন কোনো ইচ্ছা নেই। তারা পারমাণবিক অস্ত্র তৈরির কোনো নীতিও গ্রহণ করেনি। তা সত্ত্বেও এ নিয়ে আলোচনার সুযোগ আছে। এখন থেকে প্রায় সাত বছর আগে ইরানের ওপর সর্বোচ্চ চাপ সৃষ্টি করেছিলেন ট্রাম্প।
তবে তার সেই নীতি ব্যর্থ হয়েছে বলে দাবি তেহরানের। ট্রাম্প মঙ্গলবার বলেছেন, ইরানের বিরুদ্ধে নতুন করে চাপ দেয়ার সবুজ সংকেত দিতে অনিচ্ছুক তিনি। তা সত্ত্বেও ইরানি তেলের ওপর নিষেধাজ্ঞা শূন্যতে নামিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছেন। যখন এমন প্রতিশ্রুতি দিচ্ছেন, তখন আবার তারই মুখ থেকে বের হচ্ছে অন্য কথা। তিনি বলছেন, তার অগ্রাধিকারে রয়েছে ইরান যাতে পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে না পারে। ২০২০ সালে ট্রাম্পের নির্দেশে ইরানের শীর্ষ জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যা করে যুক্তরাষ্ট্র। ওই হত্যার প্রতিশোধ নিতে ট্রাম্পকে হত্যার চেষ্টা করেছে ইরান- এ বিষয়ক এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, এ বিষয়ে তিনি ইরানের জন্য পরামর্শ রেখেছেন। মঙ্গলবার ট্রাম্প জাতীয় নিরাপত্তা বিষয়ক প্রেসিডেন্সিয়াল স্মারকে স্বাক্ষর করেন। তাতে ইরান ইস্যুতে তার সর্বোচ্চ চাপ নতুন করে শুরু করতে বলা হয়। তবে সর্বোচ্চ চাপ বলতে কী বুঝিয়েছেন- তার বিস্তারিত জানানো হয়নি। তবে ট্রাম্প বলেছেন, পদক্ষেপ হতে পারে অনেক কঠিন। এর ব্যবহার হতে পারে অসন্তোষজনক।