দেশ বিদেশ
হত্যা বন্ধ করতে ভারত সরকারের প্রতি আহ্বান জামায়াতের
স্টাফ রিপোর্টার
৯ ফেব্রুয়ারি ২০২৫, রবিবারবাংলাদেশের অভ্যন্তরে ঢুকে বাংলাদেশি নিরপরাধ লোকদের অন্যায়ভাবে ধরে নিয়ে হত্যা করার মতো ঘৃণ্য উস্কানিমূলক কর্মকাণ্ড বন্ধ করার জন্য ভারত সরকারের প্রতি আহ্বান জানিয়েছে জামায়াতে ইসলামী। একইসঙ্গে অন্তর্বর্তী সরকারকে সীমান্ত এলাকার কৃষকসহ সকল শ্রেণি-পেশার মানুষের জানমালের নিরাপত্তা বিধানে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানায় দলটি। শনিবার এক বিবৃতিতে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এসব কথা বলেন। একজন বাংলাদেশি কৃষককে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ধরে নিয়ে অন্যায়ভাবে পিটিয়ে হত্যা করার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে গোলাম পরওয়ার বলেন, এই অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত ঘটনার পরে ওই এলাকার বাংলাদেশিদের মধ্যে আতঙ্ক ও উত্তেজনা সৃষ্টি হয়েছে। ভারতীয় বিএসএফ প্রায়ই বাংলাদেশ সীমান্তে এভাবে বাংলাদেশিদের হত্যা করে সীমান্তে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি করে। দেশবাসী মনে করে, ভারত সরকারের নিকট বাংলাদেশ সরকারের কৃষক বারিকুল ইসলামকে নৃশংসভাবে পিটিয়ে হত্যার ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানানো উচিত।
তিনি বলেন, চাঁপাইনবাবগঞ্জের রঘুনাথপুর সীমান্ত থেকে গত ৭ই ফেব্রুয়ারি ভোরে বাংলাদেশি কৃষক বারিকুল ইসলাম নিজ জমিতে সেচ দিতে গেলে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাকে অন্যায়ভাবে আটক করে পিটিয়ে হত্যা করেছে। আমরা ভারতীয় বিএসএফ’র এই উস্কানিমূলক ও আক্রমণাত্মক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।