রাজনীতি
শেখ হাসিনার বিচার না হলে মানুষের মুক্তি আসবে না: বুলু
স্টাফ রিপোর্টার
(১ মাস আগে) ৭ ফেব্রুয়ারি ২০২৫, শুক্রবার, ৪:৪৮ অপরাহ্ন
শেখ হাসিনা এবং তার দোসরদের বিচার না হলে বাংলাদেশের মানুষের মুক্তি আসবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু। শুক্রবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ সাম্যবাদী দলের কেন্দ্রীয় কাউন্সিলে তিনি এ মন্তব্য করেন। প্রথম পর্বে ছিল উদ্বোধনী অনুষ্ঠান এবং দ্বিতীয় পর্বে কর্ম অধিবেশন।
বরকত উল্লাহ বুলু বলেন, আজকে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, এই পরিস্থিতি সৃষ্টি করার জন্য শেখ হাসিনা অতীতে যে মানুষ হত্যা করেছেন তা ২০ হাজারের অধিক, আবার নতুন করে উনি যে আহ্বান জানিয়ে মানুষকে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির যে ঔদ্ধর্ত্যপূর্ণ বক্তব্য রেখেছেন, সেজন্য নতুন করে আরেকটি আদালত গঠন করা উচিত বলে আমি মনে করি। শেখ হাসিনার বিচার এবং তার দোসরদের বিচার না হলে বাংলাদেশের মানুষের মুক্তি আসবে না।
তিনি বলেন, পতিত স্বৈরাচার শেখ হাসিনার আহ্বানের কারণে বাংলাদেশে একটি পরিস্থিতি সৃষ্টি হয়েছে। যারা এই কাজ করেছেন, সরকার যেখানে আছে, আজকে এই নৈরাজ্য সৃষ্টি যারা করছেন এবং যারা এই নৈরাজ্যের সঙ্গে জড়িত আছেন- সরকারের উচিত এদেরকে থামানোর চেষ্টা করা। এদেরকে থামাতে হবে। নইলে আমি মনে করি, এটা দেশের জন্য অশনি সংকেত। এই অশনি সংকেত ও এই বিপর্যয় থেকে দেশকে রক্ষা করার দায়িত্ব হচ্ছে সরকারের।
বুলু বলেন, ভারতে বসে শেখ হাসিনা দেশকে অস্থিতিশীল করতে যে উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন তার জন্য ভারতীয় সরকারকেও জবাবদিহি করতে হবে। কারণ ভারতে বসে একজন খুনি কিভাবে বাংলাদেশে আরও খুনের বন্যা বইয়ে দেয়ার জন্য এরকম বক্তব্য রাখতে পারেন, এটি আজকে প্রশ্ন।
সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক হারুন চৌধুরীর সভাপতিত্বে সম্মেলনে গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক শামসুল হক, সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির আহ্বায়ক আবুল কালাম আজাদ, সমাজতান্ত্রিক মজদুর পার্টির সাধারণ সম্পাদক শামসুল আলম, প্রগতিশীল গণতান্ত্রিক দলের মহাসচিব হারুন আল রশিদ প্রমুখ বক্তব্য রাখেন।