ঢাকা, ১৯ মার্চ ২০২৫, বুধবার, ৪ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ রমজান ১৪৪৬ হিঃ

বিবিধ

বার্জার তরুণ শিল্পী প্রতিযোগিতার ২৯তম আসরের বিজয়ীদের পুরস্কার প্রদান

(১ মাস আগে) ১ ফেব্রুয়ারি ২০২৫, শনিবার, ১:১৯ অপরাহ্ন

mzamin

রাজধানীর পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনের “উৎসব হল”-এ ৩০ জানুয়ারি বৃহস্পতিবার পুরস্কৃত হলো ২৯তম বার্জার তরুণ শিল্পী চিত্রকর্ম প্রতিযোগিতার বিজয়ীরা। ১৯৯৬ সাল থেকে দেশের উদীয়মান চিত্রশিল্পীদের উৎসাহ দেয়ার লক্ষ্যে বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের পৃষ্ঠপোষকতায় প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়ে আসছে। বাংলাদেশের শিল্প পরিসর বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতার মাধ্যমে সমৃদ্ধ হলেও, বার্জারের এই প্রতিযোগিতাটি প্রায় তিন দশক ধরে অনুপ্রেরণার এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে রয়েছে।

এ বছর, প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিল্পীদের সংখ্যা ছিল চমকপ্রদ, যা দেশের উদীয়মান তরুণ শিল্পীদের অসাধারণ সৃজনশীলতাকে প্রদর্শন করে। এর মধ্যে শীর্ষ সম্মান লাভ করেন মল্লিক সাকিব সিফাত তাঁর অসাধারণ শিল্পকর্ম “অকৃতজ্ঞতা” এর জন্য। দ্বিতীয় স্থান অধিকার করেন ⁠মোঃ মিজানুর রহমান, তাঁর “কম্পোজিশন ফর্ম চাইল্ডহুড মেমোরি” শিল্পকর্মটির জন্য। “প্যারাডাইজ” শিল্পকর্মের তৃতীয় স্থান অধিকার করেন নূর মুনজেরিন রিমঝিম। এছাড়াও ⁠মোঃ মেহেদি হাসান, ঝলক সাহা এবং আবু-আল-নঈম যথাক্রমে চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ স্থান অধিকার করেন তাঁদের “ওয়াল অব জয় – ০২”, “ক্লোজআপ স্টাডি” ও “হোয়াট এম আই?” শিল্পকর্মের জন্য। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রুপালী চৌধুরী, বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের চিফ অপারেটিং অফিসার ও ‍ডিরেক্টর মো. মহসিন হাবিব চৌধুরী, সেলস অ্যান্ড মার্কেটিং এর চিফ বিজনেস অফিসার আবুল কাশেম মোহাম্মদ সাদেক নাওয়াজ ও চিফ মার্কেটিং অফিসার এটিএম শামীম উজ জামান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন প্রফেসর ড. আজহারুল ইসলাম শেখ-সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষকগণ, বর্তমান শিক্ষার্থীবৃন্দ এবং পুরস্কৃতদের পরিবারের সদস্যরা। 

অনুষ্ঠানে বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রূপালী চৌধুরী বলেন, “প্রতিবছরের মতো এবারও আমরা তরুণ চিত্রশিল্পীদের দুর্দান্ত কিছু চিত্রকর্ম দেখতে পেয়েছি, যা আমাদেরকে ভাবতে শেখায় নতুন করে। বার্জারের পক্ষ থেকে কৃতজ্ঞতা আমাদের পুরো আর্টিস্ট কমিউনিটিকে, যাঁরা দীর্ঘ ২৯ বছর ধরে আমাদের এই আয়োজনের পাশে আছেন।“

এবারের আসর সফলভাবে সম্পন্ন করার জন্য বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের চিফ অপারেটিং অফিসার ও ডিরেক্টর মো. মহসিন হাবিব চৌধুরী সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে বলেন, "বছরের পর বছর ধরে এই প্রতিযোগিতার মাধ্যমে ১৫০ জনেরও বেশি প্রতিভাবান শিল্পীকে সম্মানিত করা হয়েছে, যা দেশের শৈল্পিক অঙ্গনে ব্যাপক ইতিবাচক প্রভাব ফেলেছে। এবারের ২৯তম সংস্করণে শিল্পীদের সৃজনশীল ব্রাশস্ট্রোকের মাধ্যমে আমরা খুঁজে পাই আমাদের ঐতিহ্যবাহী সাংস্কৃতিকে, যা সবাইকে অনুপ্রাণিত করে জীবনের উদযাপনে শিল্পের ভূমিকাকে গভীরভাবে বুঝতে।“ 

ড. আজহারুল ইসলাম শেখ তার বক্তব্যে বার্জারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, "ধারাবাহিকভাবে বার্জার পেইন্টস আমাদের শিল্পী সম্প্রদায়কে সমৃদ্ধ করে আসছে এবং এবারের তরুণ শিল্পী চিত্রকর্ম প্রতিযোগিতাটি যার ব্যতিক্রম না। আমরা আশা করি তাদের সমর্থন এভাবেই অব্যাহত থাকবে।"

অনুষ্ঠানে বিচারকমণ্ডলীর মধ্যে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মোঃ আজহারুল ইসলাম শেখ, বিচারকমণ্ডলীর উপদেষ্টা অধ্যাপক আব্দুস শাকুর শাহ, অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল আলী, আসমিতা আলম শাম্মী, অধ্যাপক মোঃ ফারুক আহাম্মদ মোল্লা, রেজা আসাদ হুদা অনুপম, প্রদ্যুত কুমার দাস, অধ্যাপক ড. আবদুস সাত্তার এবং অধ্যাপক এ এ এম কাওসার হাসান, যাঁরা সবাই বাংলাদেশের শিল্পজগতের প্রশংসিত ব্যক্তিত্ব। 

বিজয়ীদের শৈল্পিক যাত্রার প্রতি সম্মান এবং উৎসাহ প্রদান করার লক্ষ্যে অর্থমূল্য, ক্রেস্ট, এবং সনদপত্র দিয়ে পুরস্কৃত করা হয়।

এছাড়াও, বার্জার  আগামী ২ থেকে ৮ ফেব্রুয়ারি, ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে প্রতিযোগিতার ২য় রাউন্ড থেকে নির্বাচিত ৪০টি শিল্পকর্ম নিয়ে প্রদর্শনীর আয়োজন করছে। প্রদর্শনীটি সবার জন্য উন্মুক্ত।  


 

বিবিধ থেকে আরও পড়ুন

আরও খবর

বিবিধ সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status