খেলা
অপরাজিত থেকেই ফাইনালে বাংলাদেশ
স্পোর্টস রিপোর্টার
৩ আগস্ট ২০২২, বুধবার
অপরাজিত থেকেই সাফ অনূর্ধ্ব-২০ ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠলো বাংলাদেশ। নিজেদের শেষ ম্যাচে নেপালের সঙ্গে ড্র করলে তো কথাই ছিল না, এমনকি ৪ গোলের ব্যবধানে হারলেও ফাইনালে চলে যেতো বাংলাদেশ। গতকাল ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে রাউন্ড রবিন লীগ পর্বে নিজেদের শেষ ম্যাচে নেপালের সঙ্গে ১-১ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ দল। এতে অপরাজিত থেকেই ফাইনাল নিশ্চিত হয় তানভির হোসেনদের। তবে ম্যাচের ভেতর হাতাহাতিতে জড়িয়ে লাল কার্ড দেখেন বাংলাদেশের এক খেলোয়াড়। শুক্রবার একই ভেন্যুতে শিরোপার জন্য লড়বে যুবারা। রাউন্ড রবিন লীগে পাঁচ দলের মধ্যে সেরা দল হিসেবেই ফাইনালে গেলো বাংলাদেশ। ৪ ম্যাচে বাংলাদেশের অর্জন ১০ পয়েন্ট। নেপালের বিপক্ষে প্রথমার্ধে ভালো খেলেও গোলের দেখা পায়নি বাংলাদেশ। ম্যাচের ৫০ মিনিটে একটি ফাউলকে কেন্দ্র করে দু’দলের খেলোয়াড়রা হাতাহাতিতে জড়িয়ে পড়েন।