বাংলারজমিন
সিংগাইরে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু
সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি
২৬ জানুয়ারি ২০২৫, রবিবারমানিকগঞ্জের সিংগাইরে মোবাইল চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তন্ময় (১৪) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। গত শুক্রবার দিবাগত রাতে উপজেলার সিংগাইর পৌর এলাকার আঙ্গারিয়া মহল্লায় এ ঘটনা ঘটে। নিহত তন্ময় ঢাকা জেলার ধামরাই থানার কাকনাইল (মাকুল্লা) গ্রামের কানাই সরকারের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার রাতে তন্ময় তার নানা বাড়িতে মোবাইল ফোন চার্জে দেয়ার সময় সুইচ বোর্ডের তারের সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। পরে বাড়ির লোকজন ও আত্মীয়স্বজনরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে সিংগাইর থানার ওসি মো. জাহিদুল ইসলাম জাহাঙ্গীর বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য করুন
বাংলারজমিন থেকে আরও পড়ুন
বাংলারজমিন সর্বাধিক পঠিত
৪
খালেদা জিয়ার ছবি গ্রুপে পোস্ট/ শিক্ষককে ২০ হাজার টাকা জরিমানা
৫