বাংলারজমিন
সিংগাইরে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করলেন উপদেষ্টা আসিফ নজরুল
সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি
২৬ জানুয়ারি ২০২৫, রবিবার মানিকগঞ্জের সিংগাইরে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল। এ সময় তিনি ছাত্রদেরকে কারিগরি শিক্ষাকে কাজে লাগিয়ে দেশে ও বিদেশে কর্মসংস্থানের জোগানের মাধ্যমে দেশের অর্থনৈতিক অবস্থাকে আরও সমৃদ্ধ এবং উন্নত করার ক্ষেত্রে অনবদ্য ভূমিকা রাখার আহ্বান জানান। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বিনোদপুর এলাকায় অবস্থিত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সার্বিক কার্যক্রম পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন- প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সচিব রুহুল আমিন, মানিকগঞ্জ জেলা প্রশাসক ড. মনোয়ার হোসেন মোল্লা, উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুল হাসান সোহাগ, সিংগাইর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ হাজরা খাতুন, সিংগাইর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার নাজমুল হাসান, সিংগাইর থানার ওসি মো. জাহিদুল ইসলাম জাহাঙ্গীরসহ অত্র প্রশিক্ষণ কেন্দ্রের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।