দেশ বিদেশ
তারাগঞ্জে ভাতিজার হাতে চাচা খুন
তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি
২৬ জানুয়ারি ২০২৫, রবিবাররংপুরের তারাগঞ্জে ভাতিজার লাঠির আঘাতে ওসমান গনি (৬৮) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে আপন ভাতিজা সামছুল ইসলামের (৩৫) বিরুদ্ধে। শুক্রবার সন্ধ্যার পর উপজেলার ইকরচালি ইউনিয়নের দোহাজারি বিরাবাড়ি গ্রামে এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় সামছুন্নাহারকে পুলিশ গতকাল শনিবার গ্রেপ্তার করে। জানা যায়, চাচা ওসমান গনির সঙ্গে দীর্ঘদিন থেকে ভাতিজা সামছুল ইসলাম ও তার পরিবারের জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এতে করে দুই পরিবারের মধ্যে কথা কাটাকাটি হয়। এরই এক পর্যায়ে সামছুল ইসলাম লাঠি দিয়ে ওসমান গনিকে বেধড়কভাবে লাঠিপেটা করেন। এতে চাচা ওসমান গনি গুরুতর আহত হলে তার স্ত্রী ও স্বজনরা তাকে উদ্ধার করে রাত ৮টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় রাতে নিহতের স্ত্রী মনোয়ারা বেগম থানায় অভিযুক্ত ভাতিজা সামছুল ইসলাম ও তার মা সামছুন্নাহার (৪৮)কে সহ চার জনের বিরুদ্ধে স্বামীকে হত্যার অভিযোগ এনে মামলা দায়ের করেন। এ ঘটনায় অভিযুক্ত সামছুল ইসলামসহ অন্যান্য আসামিরা পলাতক থাকলেও সামছুলের মা সামছুন্নাহারকে পুলিশ তার বাড়ি থেকে আটক করেন। তারাগঞ্জ থানার ওসি সাঈদুল ইসলাম বলেন, হত্যার ঘটনায় বর্তমানে চারজনকে অভিযুক্ত করে নিহতের স্ত্রী মনোয়ারা বেগম একটি হত্যা মামলা করলে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্য আসামিদেরও গ্রেপ্তারের প্রচেষ্টা করা হচ্ছে।