ঢাকা, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, শুক্রবার, ১ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ শাবান ১৪৪৬ হিঃ

রাজনীতি

এক-এগারোর ভয় দেখিয়ে লাভ হবে না: রিজভী

স্টাফ রিপোর্টার

(২ সপ্তাহ আগে) ২৫ জানুয়ারি ২০২৫, শনিবার, ১:৫১ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১:৩৭ অপরাহ্ন

mzamin

এক-এগারোর ভয় দেখিয়ে লাভ হবে না বলে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শনিবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে প্রয়াত আরাফাত রহমান কোকোর ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক মিলাদ ও দোয়া মাহফিলে তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। 

রুহুল কবির রিজভী বলেন, ১/১১ এর ভয় দেখিয়ে সমর্থন নিতে চায় অন্তর্বর্তী সরকার, ভয় দেখিয়ে লাভ হবে না। সবার মতামতের ভিত্তিতে স্বচ্ছ নির্বাচন চায় জনগণ, যা শেখ হাসিনা হতে দেয়নি। আর বিএনপি লড়াই ও সংগ্রাম করে টিকে আছে। 

তিনি বলেন, বিএনপির ভাবমূর্তি নষ্ট করতে ইচ্ছে করে প্রোপাগান্ডা ছড়াচ্ছে একটি গোষ্ঠী। বিএনপি সবসময় অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পক্ষে। জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে বিএনপি সব সময় সোচ্চার ছিলো, এখনও আছে এবং আগামিতেও থাকবে। আর সরকারের চালচলন দেখে মনে এরাই ১/১১ সরকারের ছায়া। 

রিজভী বলেন, আন্তর্জাতিক মাস্টার প্লানের অংশ ছিলো আগে স্থানীয় নির্বাচন। এই সরকার তো ছাত্র-জনতার আন্দোলন ও রক্তের ফসল। আমরা আশা করি, জনগণের আকাঙ্ক্ষা পূরণ করবে এই সরকার। কিন্তু প্রয়োজনীয় সংস্কারে তাদের মনোযোগ নেই। 

তিনি বলেন, একদিকে কলকারখানা বন্ধ হচ্ছে, অর্থনীতি নিম্নমুখী। জনকল্যাণে মনোযোগ না দিয়ে ঘোরপ্যাঁচের মধ্যে আছে সরকার। বিএনপি বিশ্বাস করে গণতন্ত্রকে টিকিয়ে রাখতে সরকার সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করবে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে প্রয়োজনে আইন করে পদক্ষেপ নিবে। অনুষ্ঠানে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু ও সদস্য সচিব তানভীর আহমেদ রবিনসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত

আপনাদের ভয় নেই, জনগণ তা জানে ও বুঝে, কারণ সারা দেশে এখন আপনারা নির্ভয়ে চাঁদা বাজি করছেন। ভয় থাকলে তো আর চাঁদা বাজি করতে পারতেন না, জনাব রিজভী সাহেব।

সোহাগ
২৫ জানুয়ারি ২০২৫, শনিবার, ৪:০২ অপরাহ্ন

রাজনীতি থেকে আরও পড়ুন

আরও খবর

রাজনীতি সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status