ঢাকা, ৫ ফেব্রুয়ারি ২০২৫, বুধবার, ২২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ, ৫ শাবান ১৪৪৬ হিঃ

প্রথম পাতা

বিরোধ রেখে ভালো নির্বাচন করা যাবে না

স্টাফ রিপোর্টার
২৫ জানুয়ারি ২০২৫, শনিবারmzamin

সংশয় ও বিরোধ রেখে একটা ভালো নির্বাচন করা যাবে না বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। বিরোধ সমাধানে তিনি নিজে শিগগিরই বিএনপি এবং ছাত্রদের ডাকবেন বলেও জানিয়েছেন মান্না। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাক্ষাৎকার বিষয়ে অন্তর্বর্তী সরকারের তথ্য ও সমপ্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলামের বক্তব্যের সম্পর্কে জানতে চাইলে তিনি শুক্রবার মানবজমিনকে এসব কথা বলেন।

মাহমুদুর রহমান মান্না বলেন, পরিস্থিতির অবনতি দেখে আমি দুর্ঃখিত। দেশের রাজনীতিদরা সবাই মিলে দেশ গড়ে তুলবে। বিএনপি একটি বড় রাজনৈতিক দল, ৫ই আগস্টে ছাত্রদের ভূমিকাও অনেক অনেক বেশি। এখন বিতর্ক দুঃখজনক। অন্তর্বর্তী সরকারের তথ্য ও সমপ্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম বলেছেন, বিএনপি মহাসচিবের নিরপেক্ষ সরকারের দাবি মূলত আরেকটা ১/১১ সরকার গঠনের ইঙ্গিত বহন করে। বিএনপি এটা করবে কেনো? বিএনপি তো নির্বাচন চাচ্ছে। কিন্তু নাহিদ ইসলামের এটাতে আলামত দেখার বলা বিষয়টি অযৌক্তিক।

তিনি বলে, আবার মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেটা বলেছেন, সেটা কোন কোন ক্ষেত্রে, সেটা তিনি বলেন নাই। বরং বিএনপির অনেক কথা মেনে নিয়েছে অন্তর্বর্তী সরকার। সুতরাং এখন সমঝোতা দরকার। দেশ গঠনের ক্ষেত্রে ঐক্যের ব্যাপারে আমরা বিরোধ করবো কেনো? নির্বাচন নিয়ে বিতর্ক থাকতে পারে। ছাত্রদের বয়স কম তারা ভুল করবেই, এটা বোঝা উচিত। তেমনি ছাত্রদেরও বোঝা উচিত, রাজনৈতিক দলগুলোই দেশ পরিচালনা করবে। 

৫ই আগস্ট সরকার গঠনের বিষয়ে নাহিদ ইসলামের বক্তব্যে উল্লেখ করে মান্না বলেন, আমি জানি না, এটা সঠিক কি না। আমি সেখানে ছিলাম। তবে এখন মনে হচ্ছে, ওই সময় অন্তর্বর্তী সরকার গঠনের চেয়ে একটা জাতীয় সরকার হওয়া ভালো ছিলো।  

পাঠকের মতামত

সিদ্ধান্ত ১০০০% সঠিক। বিএনপির নেশা (ক্ষমতা দখল) থামান। নইলে সামনে বড় বিপদ সবার।

ENAMUL HAQUE
২৫ জানুয়ারি ২০২৫, শনিবার, ৬:৪৬ অপরাহ্ন

প্রথম পাতা থেকে আরও পড়ুন

আরও খবর

প্রথম পাতা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status