ঢাকা, ৪ জুলাই ২০২৫, শুক্রবার, ২০ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ৭ মহরম ১৪৪৭ হিঃ

খেলা

ময়মনসিংহ বিভাগীয় ক্রীড়া সংস্থা নিয়ে বিসিবিকে এনএসসি’র চিঠি

স্পোর্টস রিপোর্টার
২৩ জানুয়ারি ২০২৫, বৃহস্পতিবার

২০১৫ সালে ময়মনসিংহকে বিভাগ হিসেবে ঘোষণা করে বাংলাদেশ সরকার। ওই বছরই প্রশাসনিক বিভাগ হিসেবে ময়মনসিংহকে স্বীকৃতি দেয়া হয়। এরপরই জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) ময়মনসিংহ বিভাগীয় ক্রীড়া সংস্থাকে একটি স্থানীয় ক্রীড়া সংস্থা হিসেবে অনুমোদন দেয়। জাতীয় ক্রীড়া পরিষদ স্বীকৃত হওয়ায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনসহ আরও অনেক ফেডারেশনের সাধারণ পরিষদে অন্তর্ভুক্ত হয়েছে ময়মনসিংহ বিভাগীয় ক্রীড়া সংস্থা। বাফুফে, অলিম্পিকসহ দেশের প্রায় সকল ফেডারেশনে এই বিভাগীয় ক্রীড়া সংস্থা কাউন্সিলর হিসেবে অনুমোদন পেলেও বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) ময়মনসিংহ বিভাগের নেই কোনো স্বীকৃতি। ময়মনসিংহ বিভাগীয় ক্রীড়া সংস্থা নিয়ে তাদের সাবেক সাধারণ সম্পাদক ও বিসিবির সাবেক পরিচালক আব্দুল্লাহ আল ফুয়াদ রেদোয়ান বিসিবিকে অনেক আগে থেকেই অনুরোধ জানিয়ে আসছিলেন। বিসিবি অবশ্য সেই অনুরোধ গ্রাহ্য করেনি। জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মো. আমিনুল ইসলাম, এনডিসি গতকাল বিসিবি সভাপতি বরাবর ময়মনসিংহ বিভাগীয় ক্রীড়া সংস্থা নিয়ে একটি চিঠি দিয়েছেন। সেই চিঠিতে তিনি ময়নমনসিংহ বিভাগীয় ক্রীড়া সংস্থাকে আঞ্চলিক ক্রিকেট সংস্থা হিসেবে স্বীকৃতি দেওয়ার বিষয়টি পর্যালোচনা করতে বলেছেন। এনএসসির এই চিঠিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন বিসিবির সাবেক পরিচালক ও ময়মনসিংহ বিভাগীয় ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক রেদোয়ান।
তিনি বলেন, ‘জাতীয় ক্রীড়া পরিষদ দেশের সকল ফেডারেশন ও স্থানীয় ক্রীড়া সংস্থার অভিভাবক। এনএসসি বিসিবির দৃষ্টি আর্কষণ করেছে, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতদিন আমরা দাবি জানিয়ে আসছিলাম, এবার এনএসসি বিসিবিকে পর্যালোচনা করতে বলেছে। ফলে আমরা ইতিবাচক কিছু আশা করছি।’ বিসিবি নির্বাচনে ক্যাটাগরি ১-এ বিভাগভিত্তিক নির্বাচন অনুষ্ঠিত হয়। ঢাকা বিভাগ থেকে পরিচালক নির্বাচিত হন দুজন। ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থা ঢাকার মধ্যে ছিল বিসিবির নির্বাচনে। ময়মনসিংহ বিভাগীয় ক্রীড়া সংস্থাকে বিসিবি স্বীকৃতি প্রদান করলে নির্বাচন ব্যবস্থায় ঢাকা বিভাগের মধ্যে থাকবে নাকি আলাদা হবে সেটাও বিবেচ্য বিষয়। এছাড়া জাতীয় ক্রিকেট লীগেও ময়মনিসংহ আলাদা দল হিসেবে অংশ নিতে পারবে। 
 

খেলা থেকে আরও পড়ুন

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status