বাংলারজমিন
রাউজানে সমন্বয়ক রাফির ওপর হামলা
স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম থেকে
২২ জানুয়ারি ২০২৫, বুধবারচট্টগ্রামের রাউজানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ-সমন্বয়ক ও চবি’র সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফির ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। সোমবার দুপুরে রাউজান উপজেলা অডিটোরিয়াম এলাকায় এ ঘটনা ঘটে। তবে মঙ্গলবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে এটি ছড়িয়ে পড়ে। জানা যায়, সোমবার রাউজান উপজেলা অডিটোরিয়ামে রাউজান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আয়োজিত এক গণঅভ্যুত্থান ও মতবিনিময় সভায় যোগ দেন রাফি। সেখানে আলোচনার বিষয়বস্তু ছিল ‘ঘটনাপ্রবাহ, চলমান সংকট ও নিরসন, আজকের প্রজন্ম ও আগামীর বাংলাদেশ’। সেখানে রাফির ওপর হামলার ঘটনা ঘটে।
রাউজানের ছাত্র সমন্বয়ক এম. আবেদীন সাজিদ বলেন, আবদুল্লাহ আল হামিদ নামে একজন পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে। তারা ছাত্রলীগ ও সেন্ট্রাল বয়েজ অব রাউজানের সদস্য। এই ঘটনায় থানায় আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম সফিকুল আলম চৌধুরী বলেন, “অনুষ্ঠানের ভেতরে হট্টগোল হয়েছে। কিছু ছাত্র থানায় এসে অভিযোগ দায়ের করেছেন। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হচ্ছে।”
প্রসঙ্গত, বৈষম্যবিরোধী আন্দোলনে চট্টগ্রামে নেতৃত্ব দেয়া প্রধান দুই সমন্বয়ক রাসেল আহমেদ ও রাফির মধ্যে দ্বন্দ্ব চলছে। গত ১১ই জানুয়ারি চট্টগ্রাম নগরে সংঘর্ষে জড়িয়েছিল দু’পক্ষ।