বাংলারজমিন
হবিগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি আটক
স্টাফ রিপোর্টার, হবিগঞ্জ থেকে
২০ জানুয়ারি ২০২৫, সোমবারহবিগঞ্জের পোদ্দারবাড়ি এলাকা থেকে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি কামালকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। এ সময় তার কাছ থেকে ১শ’ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। রোববার দুপুরে শহরের পোদ্দাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে উপজেলা পরিষদের গেইট সংলগ্ন একটি ভবন থেকে তাকে আটক করা হয়। গোয়েন্দা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার উপ পরিদর্শক রিপন সিংহ, সহকারী উপ পরিদর্শক ইকবাল হোসেন ও শাহজালালের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালায়। এসময় উপজেলা গেট সংলগ্ন সালেহ আহমেদের ভবন থেকে কামালকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ১শ’ পিস ইয়াবা উদ্ধার করা হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত রোববার সন্ধ্যায় হবিগঞ্জ গোয়েন্দা কার্যালয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল। রাতেই তাকে হবিগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হবে বলে জানায় জেলা গোয়েন্দা শাখাা ভারপ্রাপ্ত কর্মকর্তা নন্দন কান্তি ধর জানান, চিহ্নিত মাদক ব্যবসায়ী কামাল খান শহরতলীর বড় বহুলা গ্রামের মৃত আলাউদ্দিন খানের ছেলে।
তার বিরুদ্ধে এর আগেও হাফ ডজন মাদক মামলা রয়েছে বলে জানিয়েছে ডিবি পুলিশ।