ঢাকা, ২০ ফেব্রুয়ারি ২০২৫, বৃহস্পতিবার, ৭ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ, ২০ শাবান ১৪৪৬ হিঃ

বাংলারজমিন

বাবরকে বরণে নেত্রকোনায় নানা আয়োজন

নেত্রকোনা প্রতিনিধি
১৯ জানুয়ারি ২০২৫, রবিবারmzamin

শেষ হয়েছে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের কারাগারের ১৭ বছরের অধিক সময়ের বন্দি জীবন। ১০ ট্রাক অস্ত্র মামলাসহ সবগুলো মামলায় খালাস পাওয়ায় বৃহস্পতিবার তার বন্দি জীবনের অবসান হয়েছে। বাবরকে বরণের জন্য নেত্রকোনার হাওরবাসী অধীর আগ্রহে অপেক্ষা করছে। লুৎফুজ্জামান বাবরের নিজ নির্বাচনী এলাকা নেত্রকোনা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী) সহ সারা নেত্রকোনায় সাজ সাজ রব উঠেছে। হাওর এলাকার মানুষ আনন্দে উৎফুল্ল। বাবরকে বরণ করার উৎসবের আমেজ বিরাজ করছে।  
সর্বশেষ ২০০৭ সালের ১০ ট্রাক অস্ত্র আটকের ঘটনায় অস্ত্র আইনের মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ পঁচজনকে খালাস দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার দুপুর ২টায় ঢাকার কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ) থেকে মুক্তি পাওয়ার কথা রয়েছে সাবেক এই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর। আর এই সংবাদ শোনার পরপরই তার নিজ জেলা নেত্রকোনা ও নির্বাচনী এলাকা (মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরীতে বিএনপি দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে বয়ে যাচ্ছে আনন্দের ধারা। ভাটিবাংলার জনপ্রিয় নেতা লুৎফুজ্জামান বাবরকে বরণ করতে নেত্রকোনার সর্বত্র তোরণ-গেট তৈরিসহ নানা সাজে সেজেছে হাওর এলাকা। তার নিজ উপজেলা মদনে শহর থেকে গ্রাম সর্বত্র তৈরি করা হয়েছে নানা রঙের তোরণ-গেট। এ ছাড়া মদনসহ তার নির্বাচনী এলাকা মোহনগঞ্জ-খালিয়াজুরীতেও তোরণ তৈরিসহ নেতাকর্মীদের মাঝে ব্যাপক উচ্ছ্বাস দেখা দিয়েছে। অধীর আগ্রহে হাওরপাড়ের লাখো মানুষ তাদের প্রিয় নেতার মুক্তির অপেক্ষার ক্ষণ গণনা শুরু করেছেন বিএনপি’র নেতাকর্মীসহ সাধারণ জনগণ। নেতাকে বরণ করে নেয়ার জন্য পুরোদমে শুরু হয়ে গেছে নানা রকম আয়োজন। মদন-নেত্রকোনা সড়কে স্থাপন করা হচ্ছে বিভিন্ন রকমের তোরণ ব্যানার-ফেস্টুন। নেতার আগমনে যেন নতুন এক প্রাণের সঞ্চার হয়েছে পুরো জেলা জুড়ে। লুৎফুজ্জামান বাবর সব মামলা থেকে বেকসুর খালাস পাওয়ার খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে মঙ্গলবার সন্ধ্যায় জেলা শহরে আনন্দ মিছিল বের করেন বিএনপি, যুবদল নেতাকর্মীরা। স্থানীয় বিএনপি’র নেতাকর্মী ও সাধারণ মানুষ বলছেন, লুৎফুজ্জামান বাবর সংসদ সদস্য ও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী থাকাকালীন নিজ নির্বাচনী এলাকা মোহনগঞ্জ, খালিয়াজুরী ও মদন উপজেলাসহ জেলার সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। যে কারণে তিনি নেত্রকোনাবাসীর কাছে, বিশেষ করে নিজ নির্বাচনী এলাকার মানুষের কাছে খুব দ্রুত সময়ের মধ্যেই জনপ্রিয় হয়ে উঠেছিলেন। নেত্রকোনার হাওরবেষ্টিত তিন উপজেলা- মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরী। এই তিন উপজেলা নিয়ে গঠিত নেত্রকোনা-৪ আসন। এ আসনের সাবেক সংসদ সদস্য ও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। হাওরবেষ্টিত জনপদের সাধারণ মানুষের কাছে তিনি ব্যাপক জনপ্রিয় একজন মানুষ। লুৎফুজ্জামান বাবর ১৯৯১ সালের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আনারস প্রতীক নিয়ে নেত্রকোনা-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি’র প্রার্থী হিসেবে নেত্রকোনা-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে বিএনপি’র নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের আমলে তিনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০৭ সালের ২৮ মে আটক হন লুৎফুজ্জামান বাবর। এরপর বিভিন্ন মামলায় তার দণ্ড হয়। এর মধ্যে দু’টি মামলায় তার মৃত্যুদণ্ডাদেশ দেয়া হয়। একটিতে দেয়া হয় যাবজ্জীবন কারাদণ্ড। তবে গত বছরের ৫ই আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগের সরকার পতন হওয়ার পর এসব মামলার আপিল শুনানি শেষে একে একে সব মামলা থেকে খালাস পান লুৎফুজ্জামান বাবর। এর মধ্যে গত ২৩শে অক্টোবর দুর্নীতির মামলায় আট বছরের দণ্ড থেকে এবং ১লা ডিসেম্বর ২১শে আগস্ট গ্রেনেড হামলার মামলা থেকে খালাস পান তিনি। ২১শে আগস্টের মামলায়ও বাবরকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন বিচারক আদালত।
 

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status