বাংলারজমিন
অন্তর্বর্তীকালীন সরকারের কাজ হলো জাতীয় নির্বাচন দেয়া: টুকু
স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার থেকে
১৯ জানুয়ারি ২০২৫, রবিবারবিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, আমরা জুনের মধ্যে নির্বাচন চাই। অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব হলো জাতীয় নির্বাচন দিয়ে চলে যাওয়া। স্থানীয় নির্বাচন করবে নির্বাচিত দলীয় সরকার। অতীতে এ ধরনের যত সরকার এসেছে তারা জাতীয় নির্বাচন দিয়ে বিদায় নিয়েছে। তিনি বলেন, একটি রাজনৈতিক দল মাঠে নেমেছে ধর্মের দোহাই দিয়ে তারা রাজনীতি করছে। এরা বলে একটা দল খেয়ে গেছে, আরেক দল খেতে পাঁয়তারা করছে। তাদের থেকে সাবধান। এদেরকে প্রশ্রয় দেবেন না। বেগম খালেদা জিয়া পায়ে হেঁটে জেলে গেলেন আর বাসায় ফিরলেন হুইল চেয়ারে। এমন নির্মম নির্যাতনের মাধ্যমে তাঁর এই দুর্দশা করা হয়েছে।
টুকু বলেন, আল্লাহর বিচার দেখেন খালেদা চিকিৎসার জন্য যান রাজার স্পেশাল বিমানে। আর শেখ হাসিনা পালিয়ে যায় মাল বহনকারী কার্গো বিমানে। মাঝে মাঝে শোনি উনি হুংকার দেয় তিনি নাকি কি চট করে দেশে ডুকে পড়বে। শেখ হাসিনা জানেন না বাংলাদেশের দেশের মানুষ উনার জন্য কি উপহার নিয়ে বসে আছে। আওয়ামী লীগ হাওয়া পার্টি। হঠাৎ উধাও হয়ে যাওয়া তাদের ঐতিহাসিক চরিত্র। এই হাওয়া পার্টিকে খেয়াল রাখতে হবে যাতে তারা মাঠে সক্রিয় হয়ে দুস্কর্ম না চালাতে পারে। তিনি শনিবার সন্ধ্যায় মৌলভীবাজার জেলার সদর উপজেলায় শেরপুর বাজারে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপরোক্ত কথা বলেন। বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দেড় সহস্রাধিক দুস্থ ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। শনিবার বিকেলে কম্বল বিতরণ অনুষ্ঠানের আয়োজক স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক সম্পাদক ও যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলে সভাপতি নাসির আহমেদ শাহীন এর সভাপতিত্বে ও জেলা স্বেচ্ছাসেবক দলে যুগ্ম আহবায়ক আমিরুল ইসলাম সাহেদ ও বিএনপি নেতা হেলাল আহমেদের যৌথ পরিচালনায় কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইকবাল হাসান মাহমুদ টুকু। বিশেষ অতিথি ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক পৌর মেয়র আলহাজ জিকে গউছ, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দিকী, মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক ও সাবেক পৌর মেয়র ফয়জুল করিম ময়ূন, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আলহাজ এম এ মুকিত, বকশী মিসবাহ উররহমান, মুজিবুর রহমান মজনু, মনোয়ার আহমেদ রহমান, মৌলভীবাজার জেলা যুবদলে সাধারণ সম্পাদক এমএ মুহিত, সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলে আহ্ববায়ক আব্দুল্লাহ আল কায়েছ, জেলা ছাত্রদলের সভাপতি রুবেল আহমেদ প্রমুখ। অনুষ্ঠানে জেলা ও উপজেলা বিএনপি ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।