বাংলারজমিন
চট্টগ্রাম সিটি কলেজ ছাত্রলীগের সাবেক নেতা রবি গ্রেপ্তার
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
১৯ জানুয়ারি ২০২৫, রবিবার
চট্টগ্রাম সিটি কলেজ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি জসীম উদ্দীন রবিকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম আকবর শাহ থানা পুলিশ। বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তার বাসা থেকে গ্রেপ্তার করে কোর্টে প্রেরণ করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত জুলাই আগস্টে চট্টগ্রাম নগরীর বিভিন্ন জায়গায় ছাত্রদের উপর নির্যাতন, দলীয় ক্ষমতার অপব্যবহার করে সাধারণ মানুষেরর ওপর নির্যাতন, চাঁদাবাজি, জায়গা দখলসহ বেশ কিছু অভিযোগ রয়েছে তার বিরোধে। জসীম উদ্দিন রবি চট্টগ্রাম সিটি কলেজ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি দায়িত্বে ছিলেন এবং সাথে আমরা কজন মুজিব সেনা সংগঠনের চট্টগ্রাম জেলার কর্যকরী সদস্য ছিলেন।
আকবরশাহ থানার ওসি কামরুজ্জামান ঘটনা সত্যতা স্বীকার করে বলেন, একটি মামলায় গতকাল ছাত্রলীগ নেতা জসীম উদ্দীন রবিকে আইনি প্রক্রিয়া শেষ আদালতে প্রেরণ করা হয়েছে ।