দেশ বিদেশ
নির্মাণ শ্রমিকদের ১২ দফা দাবি অবিলম্বে বাস্তবায়ন করুন- ইনসাব
স্টাফ রিপোর্টার
১৯ জানুয়ারি ২০২৫, রবিবারদেশের নির্মাণ শ্রমিকদের ১২ দফা দাবি বাস্তবায়নের জন্য সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দাবি জানিয়েছে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ (ইনসাব)। শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে নির্মাণ শ্রমিকদের দাবি দিবস উপলক্ষে ইনসাব আয়োজিত সমাবেশে শ্রমিক নেতৃবৃন্দ এই দাবি জানান। এতে সভাপতিত্ব করেন ইনসাবের সভাপতি রবিউল ইসলাম। বক্তব্য রাখেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সম্মিলিত সামাজিক আন্দোলনের সাধারণ সম্পাদক সালেহ আহমেদ, ইনসাব কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক মো. আলী হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক গোলাম রাব্বানী, অর্থ সম্পাদক রেজাউল ইসলাম, শ্রম ও দরকষাকষি সম্পাদক জালাল আহমেদ, মহিলা সম্পাদিকা সায়েরা খাতুন, দপ্তর সম্পাদক মোঃ আজিজুর রহমান আজিজ, প্রচার সম্পাদক মো. শরিফ মিয়া, ক্রীড়া সম্পাদক আমান উল্লাহ আমান, কার্যকরী সদস্য সোহরাব হোসেন, হুমায়ুন কবির রেজা, নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি মাহবুব আলম প্রমুখ।