ঢাকা, ১২ জুলাই ২০২৫, শনিবার, ২৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ মহরম ১৪৪৭ হিঃ

বাংলারজমিন

‘১৫ বছরে বাংলাদেশ থেকে ২৬ লাখ কোটি টাকা পাচার হয়েছে’

মাগুরা প্রতিনিধি
১৭ জানুয়ারি ২০২৫, শুক্রবার
mzamin

বাংলাদেশে এমন অনেক লোক আছে যারা বাস করে বাংলাদেশে, চাকরি করে বাংলাদেশে, নেতৃত্ব দেয় বাংলাদেশে, অথচ টাকা জমায় বিদেশে। তারা বিদেশে বেগমপাড়া তৈরি করে। বিগত সাড়ে ১৫ বছরে তারা ২৬ লাখ কোটি টাকা বাংলাদেশ থেকে বিদেশে পাচার করেছে। এসব টাকা জাল ফেলে খুঁজে বের করে দেশে ফেরত আনতে হবে এবং এ টাকা জনগণের কাজে খরচ করতে হবে। বৃহস্পতিবার সকাল ১১টায় মাগুরা নোমানী ময়দানে বাংলাদেশ জামায়াতে ইসলামী মাগুরা জেলা শাখার আয়োজনে কর্মী সম্মেলনে জামায়াতের কেন্দ্রীয় আমীর ডাক্তার শফিকুর রহমান প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। অনুষ্ঠানে জেলা জামায়াতের আমীর এমবি বাকেরের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, জামায়াতে ইসলামী নির্বাহী পরিষদের সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মোবারক হোসেন, যশোর জেলা শাখার সাবেক আমীর ও যশোর-কুষ্টিয়া অঞ্চলের সহকারী পরিচালক আব্দুল মতিন, জেলা জামায়াতের সাবেক আমীর যশোর-কুষ্টিয়া অঞ্চলের সহকারী পরিচালক ড. আলমগীর বিশ্বাস, কেন্দ্রীয় মজলিসের শূরা সদস্য মাওলানা বদরুদ্দিন, জেলা জামায়াতের সাধারণ সম্পাদক অধ্যাপক সাঈদ আহমেদ প্রমুখ।ডাক্তার শফিকুর রহমান বলেন, এখন বৈষম্যবিরোধী আন্দোলন চলছে। আমরা সবাই বৈষম্যের বিরুদ্ধে। আমরা সেই বৈষম্যহীন সমাজ গড়বো এটা আমরা অঙ্গীকারবদ্ধ। এদেশে এমন একটি সরকার দেশ চালাচ্ছিল যারা মানুষের মুখের ভাষা কেড়ে নিয়েছিল। মানুষের মুখে একটি অদেখা তালা ঝুলিয়ে দিয়েছিল। জনগণ সভ্য থাকলেও আমাদের শাসকরা সভ্য ছিল না। এজন্য তারা জনগণকে সম্মান করতে পারেননি। ভালোবাসতে পারেননি। জনগণকে দেয়া কথা তারা রাখতে পারেননি। জাতিকে দেয়া একটা ওয়াদাও তারা বাস্তবায়ন করেননি। তারা ক্ষমতায় এসেছিল তাদের নিজেদের ভাগ্য পরিবর্তন করার জন্য। তারা দেশের জনগণকে কিছুই দিতে পারেনি। দিয়েছি শুধু রক্ত এবং কাড়ি কাড়ি লাশ। দেশের এমন কোনো জনপথ নেই যেখানে তারা হত্যাকাণ্ড চালায়নি। এমনকি ক্ষমতার শেষদিন পর্যন্ত এই হত্যাযজ্ঞ চালিয়ে তারা এই দেশ থেকে পালিয়ে গেছে।

 

বাংলারজমিন থেকে আরও পড়ুন

বাংলারজমিন সর্বাধিক পঠিত

দেনমোহর কমাতে অভিনব কৌশল/ তালাকের পর আবার বিয়ে, কিছুই জানে না গৃহবধূ

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status