ঢাকা, ৭ জুলাই ২০২৫, সোমবার, ২৩ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ১০ মহরম ১৪৪৭ হিঃ

বাংলারজমিন

বেনাপোলে বিজিবি বিএসএফ বৈঠক

বেনাপোল (যশোর) প্রতিনিধি
১৬ জানুয়ারি ২০২৫, বৃহস্পতিবার
mzamin

বেনাপোলে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) খুলনা সেক্টর ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের কলকাতা সেক্টরের মধ্যে সেক্টর কমান্ডার পর্যায়ে সীমান্ত সমন্বয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০টায় যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধীনে বেনাপোল বিওপি’র সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বিজিবি’র খুলনা সেক্টর কমান্ডার কর্নেল মেহেদী হাসান চৌধুরীর নেতৃত্বে খুলনা সেক্টরের অধীন ব্যাটালিয়নের অধিনায়কসহ ২২ সদস্যের প্রতিনিধিদল অংশ নেয়। অন্যদিকে বিএসএফের কলকাতা সেক্টর কমান্ডার ডিআইজি তারনি কুমারের নেতৃত্বে ১৬ সদস্যের দল অংশ নেয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবি’র খুলনা সেক্টরের অতিরিক্ত পরিচালক (অপারেশন) খসরু রায়হান। তিনি জানান, সভায় ভারত-বাংলাদেশ সীমান্ত ও দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। দু’পক্ষই সীমান্তে প্রাণহানি, মাদকদ্রব্য অনুপ্রবেশ, অবৈধভাবে সীমান্ত পারাপার ও চোরাচালান রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণে সম্মত হয়। সীমান্তে অবৈধ স্থাপনা নির্মাণ ও বিভিন্ন উন্নয়নমূলক কাজের অগ্রগতি সম্পর্কে ফলপ্রসূ আলোচনার পাশাপাশি দুই দেশের সীমান্তবর্তী জনসাধারণের নিরাপত্তা ও সীমান্তের শান্তিশৃঙ্খলা বজায় রাখতে উভয় প্রতিনিধিদলের প্রধান একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। এর আগে সকালে বিএসএফের ডিআইজি তারনি কুমারের নেতৃত্বে প্রতিনিধিদল বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। এ সময় তাদের শুভেচ্ছা জানান বিজিবি’র খুলনা সেক্টর কমান্ডার কর্নেল মেহেদী হাসান চৌধুরী ও যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী।

 

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

দেনমোহর কমাতে অভিনব কৌশল/ তালাকের পর আবার বিয়ে, কিছুই জানে না গৃহবধূ

১০

মুরাদনগরে একই পরিবারের তিনজনকে পিটিয়ে হত্যা/ মোবাইল চোরকে সহযোগিতা করাই কাল হলো

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status