দেশ বিদেশ
শেষ তিন মাসে রেকর্ড বাজেট ঘাটতি যুক্তরাষ্ট্রের
মানবজমিন ডেস্ক
১৬ জানুয়ারি ২০২৫, বৃহস্পতিবার২০২৫ অর্থবছরের প্রথম তিন মাসেই ব্যাপক বাজেট ঘাটতিতে পড়েছে যুক্তরাষ্ট্র। ডিসেম্বরেই ৮৭ বিলিয়ন ডলারের বাজেট ঘাটতির কথা জানিয়েছে দেশটির অর্থ মন্ত্রণালয়। স্থানীয় সময় মঙ্গলবার মন্ত্রণালয়ের বাজেট রিপোর্টে উঠে এসেছে এসব তথ্য। সেখানে বলা হয়েছে, নভেম্বরে ঘাটতির পরিমাণ কিছুটা কম থাকলেও পরবর্তীতে তা রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। ২০২৫ অর্থবছরের শেষ তিন মাসে দেশটিতে বাজেট ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে ৭১১ বিলিয়ন ডলার। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এতে বলা হয়, আগামী সপ্তাহে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের দায়িত্ব গ্রহণের আগে বাজেট রিপোর্ট প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের অর্থ বিভাগ। সেখানে অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্তÑ তিন মাসে বাজেট ঘাটতির পরিমাণ ৭১১ বিলিয়ন ডলারের কথা উল্লেখ করা হয়েছে। পরিসংখ্যান বলছে, গত বছরের একই সময়ে ৫১০ বিলিয়ন ডলারের ঘাটতির প্রায় ৩৯ শতাংশ বেশি ঘাটতি হয়েছে শেষ তিন মাসে।
কারণ হিসেবে তীব্রভাবে ব্যয় বৃদ্ধি এবং রাজস্ব আদায় হ্রাস পেয়েছে বলে জানিয়েছে অর্থ মন্ত্রণালয়। ডিসেম্বরে দেশটির ঘাটতি ছিল ৮৭ বিলিয়ন ডলার। তবে ক্যালেন্ডার বেনিফিট শিফটের কারণে তা কমে হয়েছে ৫১ মিলিয়ন ডলার। ২০২৩ সালের ডিসেম্বরে এই ঘাটতি ছিল ১২৯ বিলিয়ন ডলার। এক্ষেত্রে চলতি অর্থবছরের ডিসেম্বরের আয় বেড়েছে ৬ শতাংশ। ডলারের হিসেবে যা প্রায় ৪৫৪ বিলিয়ন। অর্থাৎ আগের তুলনায় যে হারে আয় হয়েছে ব্যয় তার চেয়েও বেশি বেড়েছে।