ঢাকা, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, শুক্রবার, ১ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ শাবান ১৪৪৬ হিঃ

বিশ্বজমিন

ভারতে টানা পাঁচ বছর এক কিশোরীকে ধর্ষণ, গ্রেপ্তার ৪৪

মানবজমিন ডেস্ক

(৪ সপ্তাহ আগে) ১৫ জানুয়ারি ২০২৫, বুধবার, ১২:২১ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৯:১৮ পূর্বাহ্ন

mzamin

টানা পাঁচ বছর ধরে ১৮ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালায় ৪৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। উপকূলীয় একটি এলাকায় ঘটেছে হতবাক করা এমন ঘটনা। তাদের বিরুদ্ধে থানায় মামলা হওয়ার পর অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সকে উদ্ধৃত করে এ খবর দিয়েছে অনলাইন জিও নিউজ। এতে বলা হয়, ভুক্তভোগী ওই কিশোরী খেলাধুলার সঙ্গে জড়িত। পুলিশের কাছে দেয়া জবানবন্দিতে কিশোরী বলেছেন, প্রায় ৬২ জন গত পাঁচ বছর ধরে তাকে যৌন নির্যাতন করেছেন। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, অভিযোগ পাওয়ার পরই গত দুই দিন ৫৮ জন অভিযুক্ত হিসেবে চিহ্নিত করেছে পুলিশ। এ পর্যন্ত ৪৪ জনকে গ্রেপ্তারে সক্ষম হয়েছে তারা। বাকি ১৪ জনকেও অতি অল্প সময়ের মধ্যে গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন পাঠানামথিত্তা জেলার ডেপুটি পুলিশ সুপার পিএস নন্দকুমার। নারীদের ‘লিঙ্গ সচেতনতা’ কর্মসূচির সময় একজন নারী অধিকার কর্মীর কাছে লোমহর্ষক গণধর্ষণের ঘটনা বর্ণনা করেন ভুক্তভোগী ওই কিশোরী। এরপরই ঘটনাটি সামনে আসে। তদন্তে নেমে অভিযুক্তদের গ্রেপ্তার করে পুলিশ। এই অভিযোগের তদন্ত টিমের প্রধান নন্দকুমার রয়টার্সকে বলেছেন, কীভাবে ওই অপরাধ সংঘটিত হয়েছে তা এখনও তদন্তাধীন।

পুলিশকে দেয়া জবানবন্দিতে ভুক্তভোগী জানিয়েছেন, প্রথম বার ধর্ষণের শিকার হওয়ার খবর তার এক প্রতিবেশী জানার পর ১৩ বছর বয়স থেকেই তার ওপর লোমহর্ষক ওই যৌননির্যাতন শুরু হয়। স্থানীয় মিডিয়া বলছে ধর্ষকদের মধ্যে চারজন নাবালকও রয়েছে। ভারতীয় আইন অনুযায়ী এমন ধর্ষণ মামলায় অভিযুক্তরা তাৎক্ষণিকভাবে জামিন পান না। অভিযুক্তদের কারও মন্তব্য সংগ্রহ করতে পারেনি রয়টার্স। ভারত জুড়ে এমন ধর্ষণের ঘটনা নতুন নয়। ২০২২ সালে দেশটিতে ৩১ হাজারের বেশি ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। তবে দোষী সাব্যস্ত হওয়ার ঘটনা খুব কম। 
 

পাঠকের মতামত

দেশের নেতা ভালো হলে প্রজারা এতো বড় জঘন্য কাজ করার সাহস পেত না।

Md. Jahidul Islam
১৮ জানুয়ারি ২০২৫, শনিবার, ৩:৩৭ অপরাহ্ন

The country of Rapists.

abdur rahman
১৫ জানুয়ারি ২০২৫, বুধবার, ২:৪৬ অপরাহ্ন

জয় হিন্দ - ভারত মাতা কী জয় - বন্দে মাতরাম - মোদী কী জয়

জনতার আদালত
১৫ জানুয়ারি ২০২৫, বুধবার, ২:৪৫ অপরাহ্ন

বিশ্বজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বিশ্বজমিন সর্বাধিক পঠিত

টাইমস অব ইন্ডিয়ার রিপোর্ট/ আবারো ঢাকা-দিল্লি কূটনৈতিক উত্তেজনা

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status